ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নতুন করে জেগে ওঠছেন পূজা

প্রকাশিত: ১৮:৫০, ২৯ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৮:৫১, ২৯ জানুয়ারি ২০২৪

নতুন করে জেগে ওঠছেন পূজা

অভিনেত্রী পূজা।

নতুন রুপে পর্দায় দেখা দিলেন অভিনেত্রী পূজা। তুলে ধরলেন ১৯৬০ ও ৭০ দশকের এক ক্যাবারে ড্যান্সারের চরিত্র। সিনেমা নয়, ওয়েব সিরিজ ‘ক্যাবারে’তে প্রথমবারের মতো তিনি অভিনয় করেছেন মিস এলিনা নামের এই ব্যতিক্রমী চরিত্রে; যা নিয়ে অনেক দিন পর আলোচনায় এসেছেন কলকাতার এ অভিনেত্রী।

সিরিজটি পরিচালনা করেছেন উৎসব মুখার্জি। এতে পূজার পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখার্জি, শুভজিৎ কর প্রমুখ। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অনেক দিন ধরে নতুন সিনেমায় দেখা মেলেনি পূজা ব্যানার্জির। কলকাতা ছেড়ে মুম্বাইয়ে পাড়ি জমালেও পাননি সৌভাগ্যের দেখা। গুটিকয়েক হিন্দি ছবিতে অভিনয় করলেও সেগুলোয় চরিত্রের ব্যাপ্তি ছিল খুবই কম। তাই দর্শকনজর কাড়তেও ব্যর্থ হয়েছেন পূজা। মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে বোল্ড লুকে নিজেকে তুলে ধরে সমালোচনার শিকার হয়েছেন। তাই অভিনয় ক্যারিয়ারও ছিল হুমকির মুখে। ঠিক তখনই নতুন করে জেগে ওঠার সুযোগ এসেছে ‘ক্যাবারে’ সিরিজের মাধ্যমে। পূজা সেই সুযোগ নিতে হাতছাড়া করেননি। আর এ সিরিজের সূত্র ধরে আবার বাঙালি দর্শকের মনোযোগ কেড়ে নেওয়ার সুযোগ পেয়েছেন পূজা। অভিনেত্রীর কথায়, ‘ক্যাবারে’ হলো সেই গল্প– যার মধ্য দিয়ে অভিনয় জগতে নিজেকে ফিরিয়ে আনা এবং পর্দায় নতুনরূপে তুলে ধরার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য ছিল চ্যালেঞ্জিং একটি কাজ। কারণ, নায়িকা হিসেবে অভিনয় প্রতিভা তুলে ধরার সুযোগ সেভাবে পাইনি। কমার্শিয়াল ছবির নায়িকা মানে শুধুই নাচগান করবে, আই ক্যান্ডি হয়ে থাকবে– এ ধারণা বদলে দিয়েছে ‘ক্যাবারে’। কারণ, এতে গ্ল্যামার ও মেকআপহীন দুই চেহারাই তুলে ধরা হয়েছে। ‘খুশি’ থেকে এক নারীর ‘মিস এলিনা’ হয়ে ওঠার জার্নি, যা সহজেই দর্শক মনে আঁচড় কাটবে।’ 
 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×