ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মাহির নির্বাচনী কার্যালয়ে আগুন

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ ডিসেম্বর ২০২৩; আপডেট: ১৭:৩৪, ৩১ ডিসেম্বর ২০২৩

মাহির নির্বাচনী কার্যালয়ে আগুন

স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি

স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

রবিবার দুপুরে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় গণসংযোগে গিয়ে মাহি সাংবাদিকদের বলেন, ‘গত শুক্রবার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমার প্রচারণায় বাধা দিয়েছেন। এর জের ধরে আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা পুড়িয়ে দেওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন।’ এর আগে, গত শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় মাহিকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে মাহি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এর জের ধরে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি মাহিয়া মাহির। 

তিনি বলেন, ‘এভাবে নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া প্রার্থীর টাকার ক্ষতি। তার চেয়েও বড় ক্ষতি হচ্ছে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয়ে পড়ছেন। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমার লোকজন ইতিমধ্যে থানায় গিয়েছেন মামলা করতে। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে।’ 

জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের এ ঘটনাটি থানায় মামলা হওয়ার যোগ্য। প্রার্থীর পক্ষে দুজন মামলা করতে এসেছেন। মামলা নেওয়া হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ আসনের টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এ ছাড়া এ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়াসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার