ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রেডরক্সে ফাহমিদা নবীর নতুন গান

​​​​​​​সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৭, ৮ ডিসেম্বর ২০২৩

রেডরক্সে ফাহমিদা নবীর নতুন গান

.

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সুরকার ফাহমিদা নবী প্রকাশ করলেন নতুন গানবন্ধু হারিয়ে গেল গানটির কথা আনিসুজ্জামান জুয়েলের। সুর সংগীত করেছিলেন অকালে চলে যাওয়া বর্ণ চক্রবর্তী। ফাহমিদা নবী জানান, গানটির মিউজিক ভিডিওর শূটিংও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বর্ণ মারা যাওয়ার কারণে গানটি আর প্রকাশ করার সুযোগ হয়নি। এবার যুক্তরাষ্ট্রে গিয়ে গানটির মোটামুটি একটি মিউজিক ভিডিও করেন ফাহমিদা নবী। সেটিই শুক্রবার প্রকাশ করেছেন তিনি। ফাহমিদা নবী বলেন, গানটি প্রকাশের সময়টাতে এবং রেডরক্সের লাল পাহাড়ে যখন শূটিং করছিলাম তখন বর্ণসহ করোনাতে আমরা যাদের হারিয়েছি, তাদের কথা ভীষণভাবে মনে পড়ছিল। রেডরক্স লাল পাহাড়ের ভীষণ উঁচুতে এম্পিথিয়েটার।

১৯১০ সালে প্রথম যারা এখানে গান করেছিলেন, সুর তুলেছিলেন, পাহাড়ের গায়ে গায়ে সে প্রতিধ্বনি কতটা চমৎকার ঝঙ্কারে আওয়াজ তুলেছিল, তা আমি অনুভব করার চেষ্টা করছিলাম, আর সেই দৃশ্য, সেই ক্ষণটা দেখতে পাচ্ছিলাম। সেই মঞ্চ আর শ্রোতার মেলবন্ধন কত সুন্দর। সবাই চুপ করে প্রকৃতি আর সুরে নিমগ্ন নীরবতায় শ্রোতারা গান শুনছিল! নীল আকাশ, মন উজাড় করা বাতাস, লাল পাহাড়ের ফাঁক দিয়ে পাখিদের উড়ে যাওয়া আর শূন্যতায় ভেসে আসা গান, আমিও হারিয়ে গেলাম কল্পনায় সেখানে গিয়ে। কলোরাডোর বিখ্যাত  রেডরক্স পার্কের সৌন্দর্যে কিছুক্ষণের জন্য স্বপ্ন দেখে ফেললাম, আমিও গান গাইছি। আর এখানেই লিপসিং করলাম বর্ণের করা গানটি। স্মৃতিটুকু এভাবেই না হয় আবেগ আর ভালোবাসায় গেঁথে থাকুক, বেঁচে থাকুক। আনমোল প্রেজেন্টসবন্ধু হারিয়ে গেলগানটি ফাহমিদা নবীর নিজস্ব ইউটিউব চ্যানেল ফাহমিদা নবীতে প্রকাশিত হয়েছে। গেল অক্টোবরে রঙ্গন মিউজিকে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর নতুন আরেকটি মৌলিক গানস্মৃতির দরজায় গানটি লিখেছেন জামাল হোসেন। সুর সংগীত করেছেন পঞ্চম। ফাহমিদা নবী জানান, আগামী বছর জানুয়ারির মাঝামাঝিতে তিনি দেশে ফিরবেন। জানুয়ারিতে নিউইয়র্কে একটি বড় মিউজিক্যাল প্রোগ্রাম আছে। সেখানে অংশগ্রহণ শেষেই তিনি দেশে ফিরবেন।

×