ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

নতুনরূপে ইমন খান

প্রকাশিত: ০১:০৩, ৩০ নভেম্বর ২০২৩

নতুনরূপে ইমন খান

ইমন খান

নতুনরূপে আসছেন কণ্ঠশিল্পী ইমন খান। ‘ও হাবিবি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে ভিন্ন লুকে দেখা যাবে বলে জানান তিনি। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মুন। গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্লাবন কোরাইশি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বিএম সাইফুল ইসলাম। এতে মডেল হয়েছেন ইমন খান, মুন ও লাজুক। এটি তরঙ্গ মিউজিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে প্লাবন কোরাইশি বলেন, ‘আসছে নতুন এক ইমন খান, যে ইমন খানকে এর আগে তার শ্রোতারা এভাবে কখনো পায়নি। ধন্যবাদ সুব্রত দাদা, আমাকে এমন একটি কাজের সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ ইমন খান, ধন্যবাদ মুন। ‘ও হাবিবি গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য অনেক-অনেক ভালোবাসা।’

×