ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

যুক্তরাষ্ট্রে স্বপ্নীল সজীবের সম্মাননা লাভ

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্রে স্বপ্নীল সজীবের সম্মাননা লাভ

সম্মাননা লাভ

তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে বর্তমান সময়ে বাংলা গানকে, বাংলাদেশের গানকে বিশ্বে নানানভাবে সমাদৃত করছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন স্বপ্নীল সজীব। রবীন্দ্রনাথের গানের প্রচার প্রসারে নিবেদিত হয়েই কাজ করেন তিনি। রবীন্দ্রনাথের গান বিশ্বব্যাপী প্রচারে অসামান্য অবদানের জন্য নিউইয়র্ক স্টেট সিনেট কর্তৃক সম্মানিত হয়েছেন তিনি। সম্প্রতি নিউইয়র্ক সিটির সিনেট ভবনে সম্মাননা প্রদান করা হয়। নিউইয়র্ক স্টেট সিনেটের একজন সম্মানিত ব্যক্তিত্ব টিম কেনেডি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বপ্নীল সজীবের  ব্যতিক্রমী প্রতিভা এবং সংগীতের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারে তার ভূমিকার প্রশংসা করেন।

কেনেডি বাংলাদেশী সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে শিল্পীর ভূমিকা তুলে ধরেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে তার প্রভাবের ওপর জোর দেন। স্বপ্নীল সজীব বলেন, এর আগেও দেশ বিদেশ থেকে বহু সম্মাননায় ভূষিত হয়েছি আমি। কিন্তু এই সম্মাননা এখন পর্যন্ত আমার জীবনের সেরা প্রাপ্তি। আমি কৃতজ্ঞ তাদের প্রতি যারা আমাকে এমন সম্মাননায় ভূষিত করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন। দেশের বাইরে এই সম্মাননা আমাকে যে কতটা আবেগাপ্লুত করেছে তা ভাষায় প্রকাশের নয়। আমি আমার এই সম্মাননা সকল রবীন্দ্রপ্রেমী শ্রোতাদের উৎসর্গ করছি।

×