ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

রিজোয়ানের একক মূকাভিনয় আজ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩

রিজোয়ানের একক মূকাভিনয় আজ

রিজোয়ান রাজন

দর্শকপ্রিয় মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন। দীর্ঘদিন মূকাভিনয় শিল্পকে ধারণ করে দেশে ও বিদেশে খ্যাতি অর্জন করে চলেছেন। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমার চোখেই শুধু ধাঁধা’ শীর্ষক শিল্পীর একক মূকাভিনয় আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। প্যান্টোমাইন মুভমেন্টের প্রযোজনায় এবং গ্র্যাজুয়েটস’ ৯৫, চট্টগ্রাম কলেজের সার্বিক সহযোগিতায় মঞ্চায়ন হবে শিল্পীর একক অভিনয়। রিজোয়ান রাজন বলেন, ভিন্ন মাত্রিক গল্পের এই আয়োজন ‘আমার চোখেই শুধু ধাঁধা’ এর গল্পগুলো হচ্ছে প্রাণ-প্রকৃতি, বুড়ো জাদুকরের গল্প এবং অনিল কাকা। আমি বেশিরভাগ সময়, সমাজ, রাষ্ট্র, রাজনীতি এবং কমেডি-ফ্যান্টাসি যুগপৎভাবে মঞ্চে উপস্থাপন করে থাকি। আবেগ-অনুভূতি আর হাসি-কান্নার মিশেলে নবধারার এই প্রযোজনাটি বাংলা ঐতিহ্যবাহী নাট্যের সমান্তরালের এবং প্রাচীন গ্রিক রোমান মূকাভিনয়ের ধারাবাহিকতায় মঞ্চায়ন হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামরুল আখতার অথিতি হিসেবে এই আয়োজনে উপস্থিত থাকবেন। গ্র্যাজুয়েটস’ ৯৫ চট্টগ্রাম কলেজের সভাপতি মো. নুরুল আবছার এবং সহসভাপতি অ্যাডভোকেট কানিজ কাওছার রীমা সূচনা বক্তব্য প্রদান করবেন। অ্যাডভোকেট দিলরুবা আক্তার লিজা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। প্রযোজনার নেপথ্যে আলোক পরিকল্পনায় মুহাম্মদ ভাই, আবহ সংগীতে রাজ ঘোষ।

×