
নোরা ফাতেহী
নিজের জন্মদিন উপলক্ষে দুবাইয়ের মাঝ সমুদ্রে নেচেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহী। ৬ ফেব্রুয়ারি ছিল নোরা ফাতেহীর ৩১তম জন্মদিন।
কেক ও ফুলের তোড়া সামনে রেখেই জন্মদিনে মাঝ সমুদ্রে কোমর দোলালেন এ অভিনেত্রী। এ সময় বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিন উদযাপন করলেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে তার এ নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুবাইয়ের মাঝ সমুদ্রে বোটের মধ্যেই বন্ধুদের নিয়ে ড্যান্স করছেন। পেছনে দেখা যাচ্ছে বুর্জ আল আরব।
মরক্কোর এক পরিবারের নোরা ফাতেহীর জন্ম। বেড়ে উঠেছেন কানাডাতে। তবে এখন তিনি নিজেকে মনেপ্রাণে একজন ভারতীয় ভাবেন। ২০১৪ সালে ‘রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবন’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন নোরা। তবে ভারতীয় চলচ্চিত্রের অন্য ভাষার ছবিতেও তাকে দেখা গেছে।
এসআর