ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গানে গানে ওয়াহিদুল হক স্মরণ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ২৮ জানুয়ারি ২০২৩

গানে গানে ওয়াহিদুল হক স্মরণ

ওয়াহিদুল হক স্মরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীর

সংগীতজ্ঞ ওয়াহিদুল হক চলে গেছেন ষোলো বছর হলো। কিন্তু এখনো দেশজুড়ে ছড়িয়ে থাকা সুহৃদ, শিল্পীদের মনে প্রেরণাপুরুষ হয়ে বিরাজ করছেন। সেই টানেই তার মৃত্যুবার্ষিকীতে শুক্রবার ভোরে ধানম-ির ছায়ানট ভবনে এসে মিলিত হয়েছিলেন তার স্নেহস্পর্শ পাওয়া শিল্পী, বন্ধু, ভক্তরা। গানে গানে শ্রদ্ধা জানালেন সবাই। পরে সন্ধ্যায় ওয়াহিদুল হকের গড়া সংগঠন আনন্দধ্বনি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। ছায়ানট মিলনায়তনে গানে গানে সুরের গুরুকে শ্রদ্ধা জানান শিল্পীরা। ছায়ানট সংস্কৃতি ভবনের প্রবেশ পথে সবাই গোল হয়ে বসে সবাই ওয়াহিদুল হকের প্রিয় গানগুলো গেয়ে তাকে স্মরণ করেন। সকালে গানের আসরে উপস্থিত ছিলেন ছায়ানটের সদস্য, শিক্ষক, শিল্পী ও শিক্ষার্থীরা।

পরে সন্ধ্যায় আনন্দধ্বনির আয়োজনে ‘জাগ জাগ রে জাগ’ অনুষ্ঠানে শিল্পীরা একে এক ওয়াহিদুল হকের প্রিয় গানগুলো গেয়ে শোনান। তারা শুরু করেন ‘আনন্দধ্বনি বাজাও’ গানটি দিয়ে। এরপর শিল্পী তানিয়া মান্নান স্বাগত বক্তব্য পাঠ করেন। এরপর বুলবুল ইসলাম পাঠ করেন ‘সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা’। পরে সমবেত কণ্ঠে শিল্পীরা গেয়ে ওঠেন গানটি। শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান- ‘জাগ জাগ রে জাগ’, ‘অরূপ তোমার বাণী’, ‘গানে গানে তব বন্ধন’, ‘কবে আমি বাহির হলেম’, ‘কান্নাহাসির দোল -দোলানো’, ‘তুমি যে সুরের আগুন’।

একক কণ্ঠে তানিয়া মান্নান গেয়ে শোনান- ‘তোমারি ঝরনাতলার নির্জনে’, অসীম দত্ত ‘যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখ’, সুতপা সাহা ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে’, অভয়া দত্ত ‘তোমায় গান শোনাব’, এটিএম জাহাঙ্গীর ‘নিদ্রাহারা রাতের এ গান’, ইলোরা আহমেদ শুক্লা ‘কাল রাতের বেলা গান এল’, লাইসা আহমেদ লিসা ‘চিত্ত পিপাসিত রে’, বুলবুল ইসলাম ‘জীবন মরণের সীমানা’ গেয়ে শোনান।

×