ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নান্দনিক পারফরমেন্স আর্ট ‘বহুমাত্রিক’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ৫ ডিসেম্বর ২০২২

নান্দনিক পারফরমেন্স আর্ট ‘বহুমাত্রিক’

.

 একদিকে অর্থের প্রাচুর্য, অপরদিকে খাদ্য সংকট, যুদ্ধ বিমানের উড়াল অপরদিকে কবির স্বপ্নের ডানার ভাঙন, সুখী গৃহকোনের নববধূর গৃহসজ্জ্বার আকুতি, অপরদিকে অগ্নিতে দগ্ধ স্বজন নিয়ে মায়ের বিলাপ, ক্ষমতার চেয়ারকে কেন্দ্র করে বিপুল উন্মাদনা, ক্ষমতার বাইরে থেকে মানবতর জীবন যাপন, একদিকে যুদ্ধের ব্যাপক প্রস্তুতি, অপরদিকে বাঁশরীয় সুরে বিশ্ব শান্তির করুন আকুতি। এসব বিষয়বস্তুকে ফুটিয়ে তোলা হয় ‘বহুমাত্রিক’ পারফরমেন্স আর্টে। রাজধানীর শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের প্রবেশদ্বারে রবিবার বিকেলে বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপের পরিবেশনায় দেখা যায় বর্তমান বিশ্বের খন্ড খন্ড তার এক অখণ্ড চিত্র। ‘বহুমাত্রিক’ শিরোনামের দলগত এ পারফরমেন্স আর্ট পরিচালনায় ছিলেন সুজন মাহবুব।

 

 

×