ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদীচীর ‘রাজনৈতিক হত্যা’ মঞ্চায়ন কাল

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩, ২৭ নভেম্বর ২০২২

উদীচীর ‘রাজনৈতিক হত্যা’ মঞ্চায়ন কাল

‘রাজনৈতিক হত্যা’ নাটকের একটি দৃশ্য

রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর নাটক ‘রাজনৈতিক হত্যা’। প্রখ্যাত ফরাসী দার্শনিক জাঁ পল সার্ত্রে রচিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন কলকাতার অর্পিতা ঘোষ। নাটকের নির্দেশক রতন দেব। রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির দ্বাদশ প্রদর্শনী আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায়।

নাটকের অভিনয় শিল্পীরা হলেন শারমিন আক্তার রিনি, মো. মাসুমুর রহমান, মনোহর চন্দ্র দাস, আরিফ নূর, আমিনুল ইসলাম তপন, মৌমিতা জান্নাত, মো. রিফাত হোসেন, মিশু ফারাজী, মো. আলমগীর হোসেন, নাজমুল আজাদ, বিজন রায়, রবিউল ইসলাম শশী, কংকন নাগ, মনোহর চন্দ্র দাশ, আল সামাদ আহমেদ রুবেল। নাটকের গল্প সম্পর্কে নির্দেশক জানান, ইউরোপের একটি কাল্পনিক দেশ ইলিথিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে ইলিথিয়ার ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সে দেশের জাতীয়তাবাদী শক্তি এবং কমিউনিস্ট পার্টির নানা দ্বন্দ্ব-সংঘাত নিয়ে গল্পের প্রেক্ষৃাপট সাজানো হয়েছে। এমন নানা জটিলতা, রাজনৈতিক হিসেব-নিকেশ আর অংকের মধ্য দিয়েই আবর্তিত হয়েছে ‘রাজনৈতিক হত্যা’ নাটকের গল্প।

 

×