ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ শাহাদাত হোসেন স্মরণ

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৯, ২৬ নভেম্বর ২০২২

শাস্ত্রীয় সংগীতে ওস্তাদ শাহাদাত হোসেন স্মরণ

সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানকে স্মরণ করা হয়

শাস্ত্রীয় সংগীতের মধ্যদিয়ে উপমহাদেশের অন্যতম সরোদবাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানকে স্মরণ করা হয় ছায়ানট মিলনায়তনে শনিবার বিকেলে। গুণী এই সংগীতজ্ঞের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে সরোদ বাজান পশ্চিমবঙ্গের প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ আলি আকবর খানের পৌত্র সিরাজ আলি খান। তার সঙ্গে তবলায় সঙ্গত করেন সৌরভ গুহ। অনুষ্ঠানে সন্দর বাজান দিশারি চক্রবর্তী তার সঙ্গে তবলায় ছিলেন কিংশুক মুখোপাধ্যায়। এছাড়া তবলায় ‘যুগলবন্দী’ পরিবেশন করেন জাকির হোসেন ও তৌশির মজুমদার।
সবশেষে সরোদ ও সেতারের ‘যুগলবন্দী’ পরিবেশন করেন ওস্তাদ শাহাদাত হোসেন খানের দুই মেয়ে আফসানা খান ও রুখসানা খান। তাদের সঙ্গে তবলায় সঙ্গত করেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত তবলা শিল্পী ওস্তাদ ইউসুফ আলি খান।

×