ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যালে

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ২৩ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যালে

মোহাম্মদ রাসেল আহমেদ

ইউরোপের দেশ পোলান্ডে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘১২তম আন্তর্জাতিক ইয়ুথ ক্রিয়েটিভিটি ফোক ইন্সপিরেশন ফেস্টিভ্যাল’। এই সম্মানজনক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান নৃত্যশিল্পী মোহাম্মদ রাসেল আহমেদ। একই উৎসবে চারটি শো করেছেন বলে জানান তিনি। বাংলাদেশ ছাড়াও এই উৎসবে ইউক্রেন, ফিলিস্তিন, বেলজিয়াম, জিম্বাবুইয়ে, মেক্সিকোসহ অনেক দেশ অংশ নিয়েছে। এবারই প্রথম নয়, রাসেল এরইমধ্যে কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, পোলান্ডসহ ১৫টি দেশে নৃত্যপরিবেশন করেছেন।

তিনি শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার মতো নৃত্যগুরুর কাছে দীর্ঘ ১৯ বছর ধরে নাচ শিখছেন। সৃজনশীল ও ফোক নাচে বিশেষত্ব হলেও তিনি কত্থক ও ভরতনাট্যম নাচে পারদর্শী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন ১-এ ফাইনালিস্ট হয়ে সবার নজর কাড়েন। এরপর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের কোরিওগ্রাফি ও স্টেজ পারফরমেন্স করছেন। এ মাসেই নাচ দিয়ে দুবাই যাওয়ার কথা রয়েছে। ভারতে নিয়মিতই শো করছেন তিনি। নতুন প্রজন্মের মধ্যে নাচকে ছড়িয়ে দিতে মিরপুর ১২ তে খুলেছেন নিজের নাচের স্কুল ‘নূপুর নিক্কন ড্যান্স একাডেমি’। এছাড়া নৌবাহিনী কলেজ, ঢাকার নৃত্যশিক্ষক হিসেবে নিয়োজিত তিনি।

×