ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের সিঁদুর বিতর্কে নুসরাত

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ০০:০২, ৩ অক্টোবর ২০২২

ফের সিঁদুর বিতর্কে নুসরাত

নুসরাত

 কলকাতার নায়িকা নুসরাত জাহান মানেই আজকাল কটাক্ষ-বিদ্রুপ। এটি যেন তার জীবনের রোজনামচা হয়ে  গেছে। ফের বিতর্কের মুখে পড়লেন তিনি। কিছুদিন আগেই মহালয়ায় দেবী দুর্গা সেজে কটাক্ষের শিকার হয়েছিলেন এ অভিনেত্রী। এবার সিঁথিতে সিঁদুর পরায় তীব্র ব্যঙ্গ করা হলো তাকে। সকলকে ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেন তিনি। ছবিতে সুন্দর করে শাড়ি পরেছেন তারকা। খোঁপায় জড়িয়েছেন ফুল। তবে নেটিজেনদের সবচেয়ে বেশি নজরে পড়েছে অভিনেত্রীর সিঁথির সিঁদুর। তা নিয়েই কটাক্ষের পালা শুরু হয়ে যায়। একজন লিখেছেন, ‘কত রঙ্গ দেখব মাগো’, একজন আবার প্রশ্ন করেছেন, ‘আবার এই সিঁদুর নিয়ে কীসের নাটক?’ অভিনেত্রীর রোগা হওয়া নিয়েও কটাক্ষ করা হয়েছে। লেখা হয়েছে, ‘হাল চাষের গরুর’ মতো দেখা যায়। হাড্ডি ছাড়া কিছুই নাই শরীরে। কিছুদিন আগেও মহালয়ার ভিডিও পোস্ট করে ট্রোলড হয়েছিলেন নুসরাত।

লালপেড়ে সাদা শাড়ি পরে দেবী দুর্গার সাজে ভিডিওতে অভিনেত্রীকে দেখা যায়। তাতেই কুমন্তব্য করা হয়। ‘দোজখের জন্য তৈরি থাকো’ এমন মন্তব্য করা হয় অভিনেত্রীর পোস্টে। নুসরাত হিন্দু না মুসলমান; সেই প্রশ্নও করা হয়। উল্লেখ্য, এর আগেও দুর্গাপূজার মন্ডপে গিয়ে এবং সিঁদুর পরে কটাক্ষের শিকার হন নুসরাত। তবে অভিনেত্রী-সাংসদ সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। এর আগে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ঈশ্বর এক ও অদ্বিতীয়। আমি নুসরাত জাহান। মুসলিম পরিবারের মেয়ে। আমি ধর্মের ভেদাভেদ মানি না। আমি যেমন কোরান পড়েছি। তেমন গীতা ও বাইবেলও পড়েছি। সেখানে কোথাও ধর্মের ভেদাভেদ ও হানাহানির কথা বলা হয়নি।’

 

×