ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

সম্পর্কের ইতি টানলেন টাইগার-দিশা!

প্রকাশিত: ১১:৪১, ২৭ জুলাই ২০২২

সম্পর্কের ইতি টানলেন টাইগার-দিশা!

দিশা পাটানি ও টাইগার স্রফ

দিশা পাটানি ও টাইগার স্রফ বলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। তাদের প্রেমের গল্প জানে না এমন কেউ নেই। কিন্তু এবার টাইগার-দিশার দীর্ঘদিনের সম্পর্কে ছেদ পড়েছে এমনটাই জানা গেছে।

 

ভারতীয় গণমাধ্যমে বলা হয় টাইগার-দিশা ছয় বছরের সম্পর্কে এবার ইতির কথা। টাইগারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, তারা আর সম্পর্কে নেই। তবে এখনও পর্যন্ত তারা এ বিষয়ে কোনো কথা বলেননি।

 

নিজেদের সম্পর্ককে সবসময়ই লাইমলাইট থেকে আড়ালে রাখতে চেয়েছেন টাইগার-দিশা। কখনও বিমানবন্দরে হাতে হাত রেখে, কখনও আবার রোম্যান্টিক ‘ডিনার-ডেট’-এ ফ্রেমবন্দি হয়েছেন দু’জনে। 

 

টাইগারের বাড়িতে যে দিশার নিত্য আনাগোনা ছিল, তা সকলেরই জানা। কিন্তু হঠাৎ কী হল, যে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন? তাদের ঘনিষ্ঠ সূত্র বলছে, এ কথা কারও জানা নেই। বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনাও করেননি টাইগার।

 

এদিকে বর্তমানে টাইগার লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অন্যদিকে দিশা ব্যস্ত তার নতুন ছবি ‘এক ভিলেন’-এর প্রচারে।

সম্পর্কিত বিষয়:

×