ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাঈম-শাবনাজ কন্যার প্রথম মৌলিক গান

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ৫ জুলাই ২০২২

নাঈম-শাবনাজ কন্যার প্রথম মৌলিক গান

নাঈম-শাবনাজের

বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে সফল-সুখী-আদর্শ তারকা দম্পতি হিসেবে বেশ সুনাম রয়েছে নাঈম-শাবনাজেরতাদের দুই কন্যা নামিরা ও মাহাদিয়াছোট মেয়ে মাহদিয়ার ছোট বেলা থেকেই গানের প্রতি ছিল ভাল লাগা ভালবাসাযে কারণে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মাহাদিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে তার কাভার সং এবং বাবার সঙ্গে গাওয়া গানও প্রকাশিত হয়েছেতবে এবার মাহাদিয়া আসছে তার জীবনের প্রথম মৌলিক গান নিয়েগানের শিরোনাম দিনগুণেগানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীনগানের শিরোনাম ঠিক করেছেন মাহাদিয়ার বড় বোন নামিরা নাঈমগানের সার্বিক তত্ত্বাবধান এবং অনুপ্রেরণায় রয়েছেন মাহাদিয়া ও নামিরার বাবা মা নাঈম- শাবনাজগানের সঙ্গীত পরিচালনায় আছেন ইউসুফ আহমেদ খান এবং সঙ্গীতায়োজনে সাউন্ড হ্যাকারগানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নামিরা নাইম, সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় আছেন আবির স্বপ্নবাজ

জীবনের প্রথম মৌলিক গান প্রসঙ্গে মাহাদিয়া বলেন, ‘অভি আঙ্কেলের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্কটা একেবারেই পারিবারিকসেই ছোট্টবেলা থেকেই অভি আঙ্কেলকে দেখে আসছিকিছুদিন আগে এক ঘরোয়া আড্ডায় অভি আঙ্কেল-ইউসুফ আঙ্কেলের সঙ্গে বসে গান নিয়ে পরিকল্পনা করা হয়তখনই মূলত দিনগুণে গানটি আমার শোনা হয়আমি যে ধরনের গান করার কথা ভাবছিলাম ঠিক সেই ধরনেরই গান এটিগানের কথা খুব সহজ সুন্দর এবং গানের সুরও আমার কাছে ভীষণ ভাল লেগেছেতাই এই গানটি করা

×