ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লায়লা ফারজানার কবিতা আয়োজন

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ৪ জুলাই ২০২২

লায়লা ফারজানার কবিতা আয়োজন

লায়লা ফারজা

নিউইয়র্ক লাইব্রেরির উদ্যোগে কবি লায়লা ফারজানার কবিতাকেন্দ্রিক অনুষ্ঠানের আয়োজন করা হয়এতে নিউইয়র্কে বসবাসরত খ্যাতনামা সাহিত্যিকরা অংশ নেনতারা কবির কবিতার বই ঝরা পাতার র‌্যাপসোডিনিয়ে নাানমুখী আলোচনা করেন

কুইন্সের হান্টার পয়েন্ট লাইব্রেরির এ অনুষ্ঠান কবিকন্যা রিভোনা হায়দারের পিয়ানো বাদনের মধ্য দিয়ে শুরু হয়বক্তব্য দেন হাসান ফেরদৌস, আবেদীন কাদের, হাসান আল আবদুল্লাহ, আহমাদ মাযহার, শামস আল মমীন প্রমুখকবির কবিতা থেকে আবৃত্তিতে অংশ নেন নাঈমা নাজ রহমান, শিরিন বকুল, তাসনুভা আনান, মৌনিতা আহমেদ প্রমুখ। 

কবি লায়লা ফারজানা বলেন, কবিতা লিখতে একটা মন থাকতে হয় নিজের জন্য, আধুনিক এবং  সংস্কারমুক্ত হতে হয় নিজের সময়কে প্রতিনিধিত্ব করার জন্য, আর শ্রদ্ধাবোধ থাকতে হয় ভাষার প্রতি

সব ভাষার ধারণক্ষমতা এবং গ্রহণযোগ্যতা সমান নয়বাংলা ভাষা একটি অত্যন্ত ব্যাপক এবং শক্তিশালী ভাষাআরবি, ফার্সীফ্রেঞ্চ, চাইনিজ, পর্তুগীজ, ইংলিশসহ অনেক ভাষার শব্দরাজি বিভিন্ন সময়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে, যা বাংলাকে ক্ষুণ্ণ করেনি, বরং আরও সমৃদ্ধ করেছে। 

আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ফ্রেড জে. গিটনার ও জুলিয়া জাফ্রিওঅনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবিনা নিরু

×