
স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন পর মৌসুমী ও ওমর সানী একই সিনেমায় অভিনয় করছেন। সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবনেও সফল এই জুটি শুরু করেছেন ‘বাংলার ভাবী’ নামে একটি সিনেমার শূটিং। গাজীপুরের হোতাপাড়ায় ছবির শূটিং চলছে। এখানে দু’দিনের শূটিং করে প্রথম লটের কাজ শেষ হবে। ‘বাংলার ভাবী’ সিনেমাটি পরিচালনা করছেন নৃত্য পরিচালক সাইফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ওমর সানি বলেন, অনেক দিন পর আমি ও মৌসুমী একসঙ্গে সিনেমায় কাজ করছি। ভাল লাগছে। বেশ মজার একটি চিত্রনাট্য। আমাদের পাশাপাশি এখানে একটি নতুন জুটিকেও দেখতে পাবেন দর্শক। শোনা যাচ্ছে মৌসুমী এ সিনেমাটি পরিচালনা করছেন। বিষয়টি সত্য নয় জানিয়ে তিনি আরও বলেন, এটি গুজব। মৌসুমী কোন ছবি পরিচালনা করছে না আপাতত। ছবিটি নির্মাণ করছে আমাদেরই প্রিয় নৃত্য পরিচালক সাইফুল। মৌসুমী এখানে ভাবির চরিত্রে অভিনয় করছে। আমি আছি তার বিপরীতে। শীঘ্রই এ ছবির নির্মাণ কাজ শেষ করে চলতি বছরেই এটি মুক্তি দেয়া হবে।