ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নবাবগঞ্জ ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি স্টল উদ্বোধন

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ ,ঢাকা

প্রকাশিত: ১৪:২৯, ২৫ মে ২০২৫

নবাবগঞ্জ ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর ও ই-নামজারি স্টল উদ্বোধন

দৈনিক জনকণ্ঠ

ঢাকার নবাবগঞ্জের ভূমি সেবায় অভিযোগ থাকবে না। নিরবচ্ছিন্ন সেবার নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। 

রবিবার (২৫ মে) বেলা ১২টায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন শেষে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এ ঘোষণা দেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে ইউএনও বলেন, অসহায় মানুষের জন্য উপজেলা প্রশাসন এগিয়ে থাকবে। নবাবগঞ্জের আবাসন প্রকল্পগুলোতে অনেক ঘর খালি আছে। তাছাড়া খাস জমিও আছে। আবেদন করলে যাচাই-বাছাই করে বন্দোবস্তের ব্যবস্থা নেয়া হবে। 

এর আগে, ভূমি মেলা উপলক্ষ্যে বেলা ১১টায় উপজেলা ফটক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা ভূমি অফিস ফটকে গিয়ে শেষ হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবার ই-নামজারী ও ভূমি উন্নয়ন কর স্টল উদ্বোধন করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, খাদ্য কর্মকর্তা হাফসা হাই, পাট কর্মকর্তা রুস্তম আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক, রোভার স্কাউটস সদস্য প্রমুখ।

হ্যাপী

×