ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

গানের রাজা লাবিবা

প্রকাশিত: ০৯:১১, ২১ এপ্রিল ২০১৯

গানের রাজা লাবিবা

স্টাফ রিপোর্টার ॥ এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা-১৯’ বিজয়ী হয়েছে খুলনার ফাইরুজ লাবিবা। এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ খুঁজে পেল দেশসেরা গানের রাজা। পুরস্কার হিসেবে গানের রাজাকে দেয়া হয় ৫ লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী নেত্রকোনার মোঃ শফিকুল ইসলাম পেয়েছে ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী ময়মনসিংহের সিঁথি সরকার পেয়েছে ২লাখ টাকা। এদের প্রত্যেকের জন্য ছিলো আরও আকর্ষণীয় পুরস্কার। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। এ সময় উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, এসিআই ফুডস্ লিমিটেডের পরিচালক ফারিয়া ইয়াসমিন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার ও পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু, প্রতিযোগিতার প্রধান দুই বিচারক কণ্ঠশিল্পী কোনাল ও ইমরান। ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে বিচারকের আসনে বসেন রুনা লায়লা। অনুষ্ঠানের শুরুতে কবিতা আবৃত্তি করেন সংসদ সদস্য সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। এরপর তিনি শিশু ও নারী নির্যাতন বন্ধে দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যত, আমাদের বিদায়ের পর তারাই আমাদের হাল ধরবে। স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর ও সৈয়দ আলমগীর একই প্রত্যাশা ব্যক্ত করে শিশু ও নারী নির্যাতন বন্ধের আহ্বান জানান। শীর্ষ ৫ প্রতিযোগীর সঙ্গে গান করেছেন যথাক্রমে শিল্পী আগুন, এস আই টুটুল, ডলি সায়ন্তনী, তপু ও তপন চৌধুরী। সিঁথি ও তপন চৌধুরী ডুয়েট কণ্ঠে পরিবেশন করেন ‘তুমি আমার প্রথম সকাল’ গানটি। এরপর একঝাঁক সহশিল্পীর সঙ্গে একক পারফরমেন্স করেন পরীমণি এবং জুটি বেঁধে পারফর্ম করেন পূর্ণিমা ও রোশান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মুমতাহিনা টয়া ও সাহির। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাহের শিপন। উল্লেখ্য, গত ৬ মাস আগে দেশের ৬ থেকে ১৩ বছর বয়সী ৫ হাজারের বেশি শিশু অংশ নেয় নিবন্ধনে। তাদের মধ্য থেকে বাছাইকৃত ৫৪ জন প্রতিযোগীকে নিয়ে বিভিন্ন গ্রুমিং এবং তালিমের প্রক্রিয়া শেষে ৪০টি সফল পর্বের সম্প্রচার হয় চ্যানেল আইয়ে। সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য বিচারকরা নির্বাচন করে শীর্ষ ৫ প্রতিযোগীকে। তারা হচ্ছে মেফতাহুর জান্নাত লরা (চাঁপাইনবাবগঞ্জ), ফাইরুজ লাবিবা (খুলনা), মোঃ শফিকুল ইসলাম (নেত্রকোনা), পনি চাকমা (রাঙ্গামাটি) ও সিঁথি সরকার (ময়মনসিংহ)।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি
কাউন্টারে নয়, ঈদে ট্রেনের টিকিট অনলাইনে
দুবাইয়ে গ্রেপ্তার হননি আরাভ খান
পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় :ওবায়দুল কাদের
একনেকে ৯ প্রকল্প অনুমোদন
দেশবরেণ্য ভাস্কর শামীম শিকদার আর নেই
বিএনপি থেকে শওকত মাহমুদ বহিষ্কার
দেশে চালের অভাব নেই, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান
সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ৬ এপ্রিল
রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ
শিবচরে ১৯ জনের প্রাণহানি,৩১ যানবাহনের বিরুদ্ধে মামলা
কর্মীদের চীনা ভিডিও অ্যাপ টিকটক ডিলিট করতে বলল বিবিসি