স্টাফ রিপোর্টার ॥ একুশে গ্রন্থমেলায় শামীম পাবলিশার্স থেকে প্রকাশ হচ্ছে নাট্যকার জিল্লুর রহমান জুয়েলের অষ্টম উপন্যাস ‘বালির প্রাসাদ’। উপন্যাসের প্রচ্ছদ করেছেন অরুপ মান্দি। জিল্লুর রহমান জুয়েল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদিয়াশুলাই গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা স্কুল শিক্ষক ও মা গৃহিণী। নবম শ্রেণীতে অধ্যয়ন অবস্থায় তার রচনা ও পরিচালনায় ‘শয়তানের ছোবল’, ‘তালেব মাষ্টার’, ‘জাগরণ’ নাটকগুলো মঞ্চায়নের পর প্রশংসিত হয়। দেশের বিভিন্ন মঞ্চে নাটকগুলো মঞ্চায়িত হচ্ছে। পেশায় একজন কৃষিবিদ জুয়েল ঢাকা মৌলিক নাট্যদলের সক্রিয় সদস্য। নিয়মিত বিভিন্ন মঞ্চে ও ছোট পর্দায় অভিনয় করে যাচ্ছেন। পাশিপাশি মাসিক সাহিত্য সঙ্কলন ‘বাংলাদেশ সাহিত্য স্বপ্ন’ প্রকাশ করেন। সঙ্কলনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন রচনা স্থান পায়।
নাট্যকার জিল্লুর রহমান জুয়েলের ‘বালির প্রাসাদ’
প্রকাশিত: ০৬:৫৯, ২৭ জানুয়ারি ২০১৯
শীর্ষ সংবাদ: