ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে লেখক পরিষদ সদস্যদের বইয়ের প্রকাশনা

প্রকাশিত: ০৪:৩৬, ২ এপ্রিল ২০১৮

বাংলাদেশে লেখক পরিষদ সদস্যদের বইয়ের প্রকাশনা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ লেখক পরিষদের আয়োজনে সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ট্রেনিং কলেজে পরিষদের ২২ সদস্যের অমর একুশে বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজীব কর্পোরেশনের জিএম (সেলস) নাইমুল হাসান বশির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সদস্য সদ্য সাবেক অতিরিক্ত সচিব কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল, সিনিয়র সদস্য সদ্য সাবেক অতিরিক্ত সচিব খায়রুল আনাম, প্রিন্সিপাল মাসুদ আলম বাবুল, ড. ডি এম ফিরোজ শাহ, বাদল মেহেদী, ছড়াকার আতিক হেলাল ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অগ্রজ বাচিকশিল্পী বদরুল আহসান খান, বিশিষ্ট ছড়াকার এম এ মঞ্জু, ছড়াকার জগলুল হায়দার, আবু হানিফ হৃদয়, লেখক সাঈদ আহমেদ আনিস প্রমুখ। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও অনুষ্ঠানে শতাধিক কবি-লেখক। অনুষ্ঠানে যাদের বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয় তাদের মধ্যে বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজ, মুক্তিযুদ্ধের কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল, শিক্ষাবিদ ড. ডি এম ফিরোজ শাহ, ছড়াকার মাহমুদ বুলবুল, বাদল মেহেদী, আসলাম প্রধান, লেখক কাপ্তান নূর, আনোয়ার হোসেন বাদল, প্রিন্সিপাল মাসুদ আলম বাবুল, মাহফুজুর রহমান ম-ল, সম্পাদক মোরাই রাশেদ, বদরুল আলম, জাফর পাঠান, রাহুল রাজ, জোয়ারদার সামাদ, আবুল কালাম আজাদ, সরদার ফাতিমা জহুরা ময়না, প্রবাসী কবি শাহ আলমগীর, কবি মোঃ জসিম উদ্দিন ভূইয়া ও কবি রফিকুল ইসলাম প্রিন্স।
×