
ফারিন খান
বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিন খান। যিনি তার অনিন্দ্য সুন্দর অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। তার অনবদ্য, নিখুঁত, চমৎকার সর্র্র্বোপরি প্রশংসার যোগ্যতা রাখার মতো অভিনয়ে একের পর এক নাটকে দর্শককে মুগ্ধ করেই চলেছে।
তার প্রকাশিত পুরানো নাটক ইউটিউবে দেখে যেমন দর্শক মুগ্ধ হন, ঠিক তেমনি প্রচারে আসা নতুন নাটকেও দর্শক তার অভিনয়ে মুগ্ধ হন। অথচ আজকের এই অবস্থানে আসার পথচলাটা সহজ ছিল না, খুব কঠিন ছিল। প্রায় দশ বছরের মিডিয়ায় সংগ্রামী জীবন তার। তবে ফারিনের প্রবল আত্মবিশ^াস ছিল একদিন তিনি অভিনয় দিয়েই দর্শকের মন জয় করে নেবেন।
‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘ লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’, ‘ সুইচ’ এই সব নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে মুগ্ধতার রেশ ছড়িয়েছেন তিনি। হয়ে উঠেছেন দর্শকের প্রিয় একজন অভিনেত্রী। মিডিয়াতে কাজ করা প্রসঙ্গে ফারিন খান বলেন, অভিনয় অঙ্গনের সবচেয়ে ছোট্ট মানুষটি আমি। মনে করি অভিনয়ে এখনো হাতেখড়িই চলছে। নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই। আরও আরও বহুদূর যেতে হবে আমাকে। অবশ্যই দর্শকের ভালোবাসা পাওয়ার জন্যই আমি অভিনয় করি। আরও ভালো ভালো গল্পের নাটকে এবং সিনেমাতে অভিনয় করতে চাই।
নাটকে ফারিনের যাত্রা শুরু হয়েছিল আমির ‘ফিমেল থ্রি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। ক্যারিয়ারের শুরুতে ‘ধ্যাৎতিরিকি’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। মুক্তির অপেক্ষায় আছে ‘আয়না’,‘ প্ল্যানার’,‘ ফেসবুক’ নামের তিনটি সিনেমাও। আসিফ আকবরের ‘প্রেমের নদী’ ও শেখ সাদীর ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’ দুটি মিউজিক ভিডিওতেও মডেল হয়ে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।
প্যানেল হু