
‘তাণ্ডব’ সিনেমার দৃশ্যে শাকিব খান ও সাবিলা নূর
প্রেক্ষাগৃহ জয় করে এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই এ মুক্তি পাচ্ছে রায়হান রাফীর সিনেমা ‘তাণ্ডব’। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষিক্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। অন্যদিকে দীর্ঘদিন পর একই সিনেমায় কাজ করেছেন শাকিব খান ও জয়া আহসান। এ ছাড়া অতিথি চরিত্রে আফরান নিশো এবং সিয়াম আহমেদ দেখিয়েছেন তাদের চমকানো ঝলক।
আগস্টে চরকি ও হইচই-এ ‘তাণ্ডব’ দেখতে পাবে দর্শক। জানা গেছে, শীঘ্রই ওটিটিতে মুক্তির দিন-ক্ষণ জানানো হবে সামাজিক যোগাযোগমাধ্যমে। রবিবার দুপুরে চরকি ও হইচই আলাদা মেইল মারফত তথ্যটি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, দেশ-বিদেশে আবারও ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমা হলের পর, এই আগস্টে চরকিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।
এদিকে ওটিটিতে সিনেমা মুক্তি পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রায়হান রাফী নিজেও। তিনি বলেন, ওটিটিতে সিনেমা মুক্তির সুবিধা হলো পৃথিবীর যে কোনো জায়গার বাংলা ভাষাভাষী দর্শকই সিনেমাটি দেখতে পারেন। যারা সিনেমাটি দেখার সুযোগ পাননি, যেখানে সিনেমা হল নেই বা টিকিট না পেয়ে চলে গেছেন আর দেখতে আসেননি কিংবা দ্বিতীয়-তৃতীয়বার দেখার ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়নি, তাদের জন্য এটা একটা দারুণ খবর।
প্যানেল হু