ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আকর্ষণীয় সিনেমার তালিকায় মায়ার জঞ্জাল

প্রকাশিত: ১৮:১৫, ৩০ জানুয়ারি ২০২৩

আকর্ষণীয় সিনেমার তালিকায় মায়ার জঞ্জাল

মায়ার জঞ্জাল সিনেমার দৃশ্য

আর্টহাউস চলচ্চিত্রের বিশ্বসেরা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মুভি ডটকম’। জ্যঁ লুক-গদার, ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসেসি, কোয়েন্টিন টারান্টিনো, রোমান পোলানস্কি, ডেভিড ফিঞ্চার, ফ্রাঁসোয়া ক্রুফোর মতো খ্যাতনামা পরিচালকের সিনেমা রয়েছে এই প্ল্যাটফর্মে। 
এই ছবিগুলির পাশে জায়গা করে নিয়েছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘মায়ার জঞ্জাল’।

বিশ্বের অবিশ্বাস্য সুন্দর ও আকর্ষণীয় সিনেমার তালিকায় রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’কে। একই সঙ্গে বিভিন্ন উৎসবে ছবিটির অর্জন এবং কলাকুশলীদের তালিকা উল্লেখ রয়েছে। 

বাংলাদেশের জসিম আহমেদ প্রযোজিত এবং ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত চলচ্চিত্রটির মাধ্যমে ১৫ বছর পর রূপালী পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপি করিম। সিনেমায় তার চরিত্রের নাম সোমা। বেকার স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে একটি বাসায় কেয়ারটেকারের চাকরি নেন এই নারী। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প 'বিষাক্ত প্রেম' ও 'শুবালা' অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

অপি করিম ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহেল মণ্ডল, চান্দ্রেয়ী ঘোষ, ব্রাত্য বসু প্রমুখ।

সিনেমাটির প্রযোজক জসিম আহমেদ জানান, চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে। এরপর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি’।

সূত্র: হিন্দুস্তান টাইমস
 

এসআর

×