ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জবিতে রবীন্দ্র-নজরুল গানে বর্ষা উদযাপন

মামুন শেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২:০১, ১০ জুলাই ২০২৫

জবিতে রবীন্দ্র-নজরুল গানে বর্ষা উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের আয়োজনে বর্ষা ঋতুকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাংগীতিক আয়োজন— ‘রবীন্দ্র-নজরুল গানে বর্ষা উদযাপন’। আজ বৃহস্পতিবার গীতাঞ্জলি মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. আলী এফ. এম. রেজোয়ান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বর্ষামুখর গান ও কবিতা পরিবেশনা শ্রোতাদের মুগ্ধ করে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সংগীত বিভাগের নবনির্মিত সেমিনার কক্ষেরও উদ্বোধন করেন।

নুসরাত

×