ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সৈয়দপুর রেলস্টেশনে আত্মহত্যার চেষ্টা এসএসসি পরীক্ষার্থীর, বাঁচাল পুলিশ

স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ২১:৪৫, ১০ জুলাই ২০২৫

সৈয়দপুর রেলস্টেশনে আত্মহত্যার চেষ্টা এসএসসি পরীক্ষার্থীর, বাঁচাল পুলিশ

এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ায় হতাশা ও মানসিকভাবে ভেঙ্গে পরে আত্মহত্যার চেষ্টা করার সময় রেলওয়ে পুলিশের তৎপরতায় এক শিক্ষার্থীর প্রাণ বেঁচে গেল। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ৩ টা ৪৫ মিনিটে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে ঘটনাটি ঘটে। পরে মেয়ে শিক্ষার্থীকে তার মায়ের হেফাজতে হস্তান্তর করা হয়।

ওই মেয়ে শিক্ষার্থী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোয়ালিপাড়া গ্রামের বাসিন্দা ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজীপাড়া দাখিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দুপুর আড়াইটার দিকে উক্ত শিক্ষার্থী স্কুলের শিক্ষকের মাধ্যমে জানতে পারে পরীক্ষায় তার দুইটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। এ কথায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে ও গভীর হতাশায় পড়ে যায়। হতাশায় মেয়েটি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে সৈয়দপুর রেলস্টেশন প্লাটফর্মে রেললাইনের পাশে অবস্থান নেয়।

তার অস্বাভাবিক আচরণ ও গতিবিধি দেখে প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশনে কাছাকাছি পৌঁছালে মেয়েটি ট্রেনটির দিকে এগিয়ে যেতে থাকে। প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ তাৎক্ষণিক উপস্থিত লোকজনের সহায়তায় দ্রুত মেয়েটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, "আমরা ঘটনাটি দ্রুত পর্যবেক্ষণ করি এবং মেয়েটির অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিই।"

রেলওয়ে থানার নারী ও শিশু হেল্প ডেস্ক অফিসারের সহায়তায় প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেয়েটিকে তার মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।

Mily

সম্পর্কিত বিষয়:

×