ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রেজাল্ট দেখা হলোনা কাজী নাহিয়ানের, পরিবারে কান্নার রোল

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২১:২৮, ১০ জুলাই ২০২৫

রেজাল্ট দেখা হলোনা কাজী নাহিয়ানের, পরিবারে কান্নার রোল

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র কাজী নাহিয়ান (১৬) এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.৭৮ অর্জন করেছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—এই ফলাফলের আনন্দ আর দেখা হয়নি তার। ফল প্রকাশের আগেই না ফেরার দেশে চলে গেছে এই কিশোর।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর নাহিয়ানের পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে যায়। গর্ব ও শোকে মুহ্যমান হয়ে পড়ে পুরো পরিবার।

নাহিয়ানের মামা, সাংবাদিক কাজী রনি জানান, টরকী বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বাড়িতে থেকে পড়াশোনা করতো নাহিয়ান। ২২ মে সে ৪১ দিনের তাবলিগ জামাতে অংশ নিতে ভোলার উদ্দেশে রওনা দেয়।

জানা যায়, ঘটনার দিন ২৫ মে, তাবলিগ জামাতের ২২ সদস্যের দল দক্ষিণ আইচা থানার চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বারের বাড়ির জামে মসজিদে অবস্থান করছিল। সেদিন বেলা সাড়ে ১১টার দিকে সবাই মিলে মসজিদের পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে সবাই মসজিদে ফিরে এলেও নাহিয়ান ঘাটলায় জামাকাপড় ধুচ্ছিলো।

একপর্যায়ে সে পুকুরে পড়ে যায় এবং নিখোঁজ হয়। সাথীরা অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়দের সহযোগিতায় নাহিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পড়াশোনায় মেধাবী ও পরহেযগার এই কিশোরের এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসএসসি’র সফল ফলাফল পাওয়ার আগেই জীবন থেমে গেল এক প্রতিশ্রুতিশীল তরুণের।

আসিফ

×