
ছবি: সংগৃহীত।
ইসলামী ছাত্রশিবির করার ‘অপরাধে’ নবম শ্রেণির ছাত্র সাইফুল্লাহ তানভীরকে ডান্ডাবেড়ি পরিয়ে কোর্টে হাজির করা হয়েছিল। সেই তানভীর এবার দাখিল পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ (A+) পেয়ে কৃতকার্য হয়েছে।
এই তথ্য আজ (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু সাদিক কায়েম।
তিনি তার পোস্টে লেখেন, "ইসলামী ছাত্রশিবির করার অপরাধে নবম শ্রেণির ছাত্রও রেহাই পায়নি আওয়ামী ফ্যাসিবাদের নির্যাতন থেকে। সাইফুল্লাহ তানভীর ২০২৩ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে মিছিল করার অপরাধে গ্রেপ্তার হয় এবং ডান্ডাবেড়ি পরিয়ে কোর্টে তোলা হয়। কারা নির্যাতনের দুঃসহ স্মৃতিকে অতিক্রম করে আজ সে সকল সাবজেক্টে A+ পেয়ে দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছে।"
তিনি আরও লেখেন, "তানভীরের মতো মজলুমেরা সহ পুরো জুলাই প্রজন্ম, যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো—তোমাদের জানাই বিপ্লবী অভিবাদন। তোমাদের হাতেই আমাদের শহীদ-গাজীর বাংলাদেশের ভবিষ্যৎ। নিজেকে গড়ে তোলো অধিকতর যোগ্য করে। আল্লাহ তোমাদের প্রচেষ্টা, পরিশ্রম, ধৈর্য্য, ত্যাগ কবুল করে নিক।"
সায়মা ইসলাম