ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আইইএলটিএস/ টোফেল ছাড়াই যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

প্রকাশিত: ১৯:৩৭, ৯ জুলাই ২০২৫

আইইএলটিএস/ টোফেল ছাড়াই যুক্তরাষ্ট্রের ১৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

ছবি: সংগৃহীত

যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান, তাদের জন্য একটি বড় বাধা হলো ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের পরীক্ষা—আইইএলটিএস (IELTS) বা টোফেল (TOEFL)। এ দুটি পরীক্ষার খরচ, প্রস্তুতি ও প্রাপ্তি অনেকের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়। তবে সুসংবাদ হলো যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এই দুটি পরীক্ষার বাধ্যবাধকতা ছাড়াই আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে।

অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বা টোফেল ছাড়াও বিকল্প কিছু উপায় রেখেছে, যেমন: পূর্বের ইংরেজিমাধ্যম শিক্ষা, অন-ক্যাম্পাস ইংরেজি কোর্স বা বিকল্প ইংরেজি পরীক্ষার মাধ্যমে ভর্তি। নিচে এমনই ১৩টি বিশ্ববিদ্যালয়ের তালিকা তুলে ধরা হলো:

 

১. ইউনিভার্সিটি অব ডেটন (University of Dayton)

ওহাইও অঙ্গরাজ্যের এই রোমান ক্যাথলিক গবেষণা বিশ্ববিদ্যালয় আইইএলটিএস বা টোফেল ছাড়াই শিক্ষার্থী ভর্তি করে। বিকল্প হিসেবে Duolingo English Test বা PTE স্কোর গ্রহণযোগ্য।

২. ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার (University of Colorado Boulder)

যেসব শিক্ষার্থী ইংরেজিভাষী দেশে অন্তত দুই বছর পড়াশোনা করেছেন বা যুক্তরাষ্ট্রে এক বছর সম্পূর্ণ করেছেন, তাদের জন্য টোফেল/আইইএলটিএস প্রয়োজন হয় না। বিকল্প হিসেবে Duolingo গ্রহণ করে।

৩. ড্রেক্সেল ইউনিভার্সিটি (Drexel University)

শক্তিশালী গবেষণামূলক এই বিশ্ববিদ্যালয় Summer Preparation Program বা Bridge Program শেষ করার পর ভর্তি দেয়। Duolingo ও ইংরেজি প্রস্তুতি পরীক্ষাও গ্রহণযোগ্য।

৪. ইউনিভার্সিটি অব আইওয়া (University of Iowa)

ইংরেজিভাষায় পূর্ব শিক্ষা থাকলে ভর্তি মিলতে পারে। অন-ক্যাম্পাস English Proficiency Evaluation (EPE) দিয়ে ইংরেজি দক্ষতা প্রমাণ করা যায়।

৫. ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লস অ্যাঞ্জেলেস (CSU, LA)

যদি আপনি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াশোনা করে থাকেন, তবে TOEFL/IELTS প্রয়োজন নেই। এছাড়া PTE স্কোর গ্রহণযোগ্য।

৬. ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স (UNO)

ইংরেজি ভাষায় পূর্ব শিক্ষা থাকলে IELTS/TOEFL ছাড়াই ভর্তি। না থাকলে Intensive English Program (IELP) করতে হবে।

৭. রাইস ইউনিভার্সিটি (Rice University)

যদি আপনি ইংরেজিভাষী কোনো প্রতিষ্ঠানে ডিগ্রি সম্পন্ন করে থাকেন, তবে আপনি IELTS/TOEFL ছাড়ার আবেদন করতে পারেন। Duolingo স্কোরও গ্রহণ করে।

৮. ইউনিভার্সিটি অব ডেলাওয়ার (University of Delaware)

যারা ভাষা দক্ষতায় পিছিয়ে, তারা Conditional Admission Program (CAP) এর মাধ্যমে ভর্তি হতে পারেন। সেখানে ইংরেজি কোর্স করে একাডেমিক প্রোগ্রামে যাওয়া যায়।

 

এই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিকল্প পথ খুলে দিচ্ছে, যারা উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন কিন্তু IELTS বা TOEFL দিতে পারেননি কিংবা দিতে চান না। এই সুবিধাগুলো বিশেষ করে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক।

আঁখি

×