ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিং নিয়ে অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে: বেরোবি উপাচার্য

বেরোবি সংবাদদাতা

প্রকাশিত: ২১:০৮, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:০৮, ২৩ এপ্রিল ২০২৫

যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিং নিয়ে অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে: বেরোবি উপাচার্য

ছবি: সংগৃহীত।

যৌন হয়রানি এবং নাম্বার টেম্পারিং সংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে বলে জানিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে “মেধাবৃত্তি ২০২৪” এর চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২০২৪ সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের মধ্যে ২২টি বিভাগের ৪০৮ জন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন, শারীরিক কিংবা মানসিক হয়রানি এবং নাম্বার টেম্পারিং ইত্যাদি বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের নির্দেশনায় ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যেকোনো অভিযোগ পেলে তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার ফলাফলে কারচুপি এবং শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠে আসে। এ প্রসঙ্গে উপাচার্য বলেন, “অভিযোগকারীদের কেউই লিখিতভাবে অভিযোগ না করায় প্রশাসনের পক্ষে যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা এবং এর সুনাম বজায় রাখার জন্য সবাইকে প্রশাসনের গৃহীত উদ্যোগগুলোতে সহযোগিতা করতে হবে।”

নুসরাত

×