ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ভালোবাসা দিবসে বহিরাগত প্রবেশ নিষেধ

বেরোবি সংবাদদাতা।

প্রকাশিত: ০৯:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে বহিরাগত প্রবেশ নিষেধ

ভালোবাসা দিবসে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) বহিরাগত প্রবেশ নিষেধ
করেছেন বেরোবি প্রশাসন। ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে  জানান প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান ।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রক্টর জানান , 'ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রোজ শুক্রবার বিকাল ৩.০০ টা হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রোজ শনিবার বিকাল ৩.০০ টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। উক্ত সময়ে বেরোবির সকল শিক্ষার্থীকে আই.ডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হলো।'

ভালোবাসা দিবসে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ বিষয়ে প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান বলেন, দেশের বৃহত্তর স্বার্থে ভালোবাসা দিবসেও ক্যাম্পাসে বহিরাগত এর প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া আগামীকাল গ্রুপের ক ইউনিটের পরীক্ষা। তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য,আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) বেরোবিতে 'ক' ইউনিটের (বিজ্ঞান শাখা)গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নুসরাত

×