ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ঢাবি ভিসির বাসভবনের সামনে কেন গান-বাজনা শিক্ষার্থীদের?

প্রকাশিত: ২৩:৫৬, ৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০১:০২, ৮ ডিসেম্বর ২০২৪

ঢাবি ভিসির বাসভবনের সামনে কেন গান-বাজনা শিক্ষার্থীদের?

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে গান-বাজনার কারণে প্রতিদিনই সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের প্রায় ৪ হাজার শিক্ষার্থী। ক্যাম্পাসের এই শব্দদূষণ রোধে তারা এক অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ডবক্স দিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন তারা। এ সময় সাউন্ডবক্সে বিভিন্ন ধরনের গান বাজতে শোনা যায়।

ছাত্রীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মতো জনাকীর্ণ এলাকায় তাদের দুটি হল অবস্থিত হওয়ায়, এখানকার কনসার্ট, অনুষ্ঠান, এবং বিভিন্ন সামাজিক আয়োজনের উচ্চশব্দের সাউন্ডবক্স বাজানোর কারণে তারা নিত্যদিন বিরক্ত হচ্ছেন। এর ফলে তাদের পড়াশোনা ও ব্যক্তিগত জীবনযাত্রায় অস্বস্তি তৈরি হচ্ছে, বিশেষ করে গভীর রাতে। এই কারণে তারা এই প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষার্থীরা জানায়, তাদের দাবি যতক্ষণ না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসের শব্দদূষণ বন্ধে কার্যকর প্রতিশ্রুতি দেন, ততদিন তারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন। তারা আশা করেন, উপাচার্য বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়—কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান ইত্যাদি। তবে, এর পাশেই অবস্থিত শামসুন নাহার হল এবং রোকেয়া হলের ছাত্রীদের জন্য এই শব্দ দূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেছেন যে, এমন পরিবেশে তাদের পড়াশোনা এবং রাতের বিশ্রাম ব্যাহত হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।

নুসরাত

×