ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

বিশ্ব ইজতেমার কারণে ঢাবির ভ‌র্তি পরীক্ষার তা‌রি‌খ প‌রিবর্তন 

বিশ্ব‌বিদ‌্যালয় রি‌পোর্টার

প্রকাশিত: ১৯:৪৩, ১৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:৪৬, ১৩ নভেম্বর ২০২৪

বিশ্ব ইজতেমার কারণে ঢাবির ভ‌র্তি পরীক্ষার তা‌রি‌খ প‌রিবর্তন 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিশ্ব ইজতেমার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার একটি ইউনিটের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বিশ্ব‌বিদ‌্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। 

জানা যায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রিয়াদ

×