ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

৩১ জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে স্কুল ছুটি 

প্রকাশিত: ১০:৩১, ৩০ জানুয়ারি ২০২৪

৩১ জানুয়ারি পর্যন্ত রংপুর বিভাগে স্কুল ছুটি 

পাঠদান আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

শৈত্যপ্রবাহের কারণে রংপুর বিভাগের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পাঠদান আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

সব প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

আরও পড়ুন : ছাত্রী হোস্টেলে থাকেন শিক্ষক-কর্মচারী

ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, প্রথমে ২৯ ও ৩০ জানুয়ারি ও পরে ৩১ জানুয়ারি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে আবহাওয়া পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া হবে।

এস

×