ফাইল ছবি।
নতুন শিক্ষাক্রমে চলতি বছরের আগামী ডিসেম্বরে দু’ধাপে নতুন করে প্রশিক্ষণ দেয়া হবে দেশের মাধ্যমিক স্তরের চার লাখ ২৫ হাজার ২৫০ জন শিক্ষকের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি)।
আরও পড়ুন :ভাড়াটিয়া না পাওয়ায় ভেঙ্গে ফেলা হচ্ছে বহুতল ভবন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানয়, আগামী ডিসেম্বরে দু’ধাপে নতুন করে প্রশিক্ষণ দেয়া হবে দেশের মাধ্যমিক স্তরের শিক্ষকদের। এবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৪০৬ কোটি ৯২ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে প্রশিক্ষণ পাবেন দেশের চার লাখ ২৫ হাজার ২৫০ জন শিক্ষক। প্রথম ধাপে বছরের শেষ মাসের প্রথম দিন থেকে প্রশিক্ষণ শুরু হয়ে শেষ হবে ৭ তারিখের মধ্যে। এরপর ৮ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা।
মাউশি সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হলে শিক্ষকদের এসব ক্লাসের পাঠ্য বইয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যেহেতু আসছে বছর নতুন শিক্ষাক্রমে পাঠের আওতায় আসবে দ্বিতীয়, অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীরা; সেজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এসব শ্রেণির পাঠ্যসূচির ওপর। এর মধ্যে মাধ্যমিক স্তরের বিষয়গুলোর তদারকি করছে মাউশি।
এমএম