ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

যে তারিখের মধ্যে নতুন শিক্ষকদের যোগদান

প্রকাশিত: ১২:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৩; আপডেট: ১২:১৯, ২১ সেপ্টেম্বর ২০২৩

যে তারিখের মধ্যে নতুন শিক্ষকদের যোগদান

ফাইল ছবি।

বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশ পেয়ে যোগদান করবেন ২৭ হাজার ৭৪ জন নতুন শিক্ষক। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে। কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫, মাদরাসায় ১১ হাজার ২৭৯, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩, সংযুক্ত মাদরাসায় ৬২১ জন প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন :অবশেষে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ, চূড়ান্ত সুপারিশ 

২০২১ খ্রিষ্টাব্দের ২৮ মার্চ বেসরকারি স্কুল-কলেজের নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালার ১৭.৭ অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক-প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক বা বিরূপ কোনো রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে।

এদিকে স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যোগদান থেকে বেতনের ঘোষণা থাকলেও মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় এ ঘোষণা আসেনি। 

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ পত্র প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২৭ হাজার ৭৪ জন চূড়ান্ত সুপারিশ পেয়েছেন।

এমএম

×