ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

স্বামীর ঠিকানায় ১০ শিক্ষকের বদলির আদেশ, স্থগিত চেয়ে এমপির আবেদন 

প্রকাশিত: ১৯:০৪, ২০ সেপ্টেম্বর ২০২৩

স্বামীর ঠিকানায় ১০ শিক্ষকের বদলির আদেশ, স্থগিত চেয়ে এমপির আবেদন 

সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহার।

সম্প্রতি স্বামীর স্থায়ী ঠিকানা কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ১০ নারী শিক্ষিকসহ ১১ জনের প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের ব্যবস্থা করতে হাইকোর্ট নির্দেশ দেন। তবে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য এ কে এম বাহাউদ্দিন বাহার এ আদেশ স্থগিত চেয়ে ঢাকা চেম্বার জজ আপিল বিভাগের আদালতে আবেদন করেছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) সংসদ সদস্যের পক্ষের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, কে এম বাহাউদ্দিন বাহার স্থানীয় জনপ্রতিনিধি। তিনি জেলা শিক্ষা বিষয়ক কমিটিরও সদস্য। এ কারণে তিনি হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ হয়ে এ আবেদন করেছেন। আবেদনের যুক্তি প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়ে থাকে। এখন যদি অন্য জেলা থেকে শিক্ষকরা বদলি হয়ে কুমিল্লায় আসতে থাকেন, তাহলে বহিরাগত শিক্ষকদের দ্বারা কোটা পূরণ হয়ে যাবে। এতে কুমিল্লার শিক্ষক নিয়োগপ্রার্থীরা বঞ্চিত হবেন। এ কারণে কুমিল্লার স্থানীয় মানুষের স্বার্থের কথা বিবেচনা করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

শিক্ষকদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘বিধি-বিধান মেনেই বিজ্ঞ আদালত শিক্ষকদের বদলির নির্দেশ দিয়েছেন। এখানে সংসদ সদস্যের সংক্ষুব্ধ হওয়ার কোন কারণ দেখিনা। যেহেতু আদালত আবেদন করেছেন, সেখানেই শুনানি হবে। আশা করি শিক্ষকরা ন্যয়বিচার পাবেন।’

এর আগে গত ১৩ সেপ্টেম্বর আদালতের আদেশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে স্বামীর স্থায়ী ঠিকানা কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলি করা ১০ নারী শিক্ষিকাকে প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন হাইকোর্ট। বদলি করা ১০ নারী শিক্ষিকাসহ ১১ জন শিক্ষকের যোগদানপত্র গ্রহণ না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলি করা ১১ শিক্ষকের যোগদানপত্র গ্রহণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

এম হাসান

×