ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

হাবিপ্রবি সচেতনতামূলক আলাপচারিতা ও পোস্টার

মুরাদ হোসেন

প্রকাশিত: ০০:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

হাবিপ্রবি সচেতনতামূলক আলাপচারিতা ও পোস্টার

গ্রিন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কুইজ

গ্রিন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক আলাপচারিতা আয়োজিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ‘ঐঝঞট মজার স্কুল’ এর শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে গ্রিন ভয়েস। 
সাবান দিয়ে হাত ধুই, ফল ও সবজি ধুয়ে খাই, শ্রেণিকক্ষ পরিষ্কার রাখি, চারপাশ পরিষ্কার রাখুন, নিয়মিত নখ কাটুন, যেখানে সেখানে কফ থুথু ফেলবেন না ইত্যাদি শিরোনামের পোস্টার উপস্থাপন করে গ্রিন ভয়েসের যুবরা।
এ সময় উপস্থিত ছিলেন গ্রিন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টা প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, মো. সাইফুদ্দিন দুরুদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও হাবিপ্রবি শাখার সাবেক সভাপতি রবিউল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক আজমেরি কণাসহ গ্রিন ভয়েস হাবিপ্রবি শাখার সকল সদস্য।
কুইজ প্রতিযোগিতা ও সচেতনতা পোস্টার উপস্থাপন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে শিক্ষাসামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ তুলে দেন অতিথিবৃন্দ।

×