ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিটের উদ্বোধন করলেন দিপু মনি-প্রণয় ভার্মা

কূটনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৮:৫৭, ১৮ মার্চ ২০২৩; আপডেট: ১৮:৫৮, ১৮ মার্চ ২০২৩

ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিটের উদ্বোধন করলেন দিপু মনি-প্রণয় ভার্মা

উদ্বোধন অনুষ্ঠান

ঢাকায় স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে আয়োজিত ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট-২০২৩ যৌথভাবে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার ভারতের বিভিন্ন স্থান থেকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ করা এই একডুকেশন মিটের উদ্বোধন করা হয়।

শনিবার ভারতীয় হাইকমিশন থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, উচ্চশিক্ষা বাংলাদেশের সঙ্গে ভারতের সুগভীরে নিহীত অংশীদারত্বের কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন, বর্তমানে বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী একে অপরের দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। তিনি বাংলাদেশের আরও শিক্ষার্থীদেরকে ভারতের স্বনামধন্য উচ্চশিক্ষা ব্যবস্থার সুবিধা নিতে এবং দুই দেশের তারুণ্যের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার নতুন সেতুবন্ধন গড়ে তুলতে আমন্ত্রণ জানান।

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর বোঝাপড়ার প্রসারে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন এবং ঢাকায় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগের জন্য স্টাডি ইন ইন্ডিয়াকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, স্টাডি ইন ইন্ডিয়া কর্মসূচি হলো একটি বহুল - আলোচিত প্রকল্প যা ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালে চালু করেছে। কর্মসূচিটি বিশ্বব্যাপী শিক্ষার্থী সম্প্রদায়কে ভারতে তাদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করতে ও আমন্ত্রণ জানাতে পরিকল্পনার অংশ হিসেবে চালু করা হয়েছে। চালুর পর থেকে স্টাডি ইন ইন্ডিয়া বাংলাদেশসহ ১৫০টিরও বেশি দেশ থেকে  শিক্ষার্থীদের আকর্ষণ করেছে।
 

অপূর্ব

monarchmart
monarchmart