ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ঢাবিসহ অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ১৯:১০, ২৫ জানুয়ারি ২০২৩

ঢাবিসহ অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বহিষ্কার হওয়াদের মধ্যে একজনকে স্থায়ী এবং ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইভটিজিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী জীম নাজমুল স্থায়ী বহিষ্কার করা হয়। 

এদিকে, সাময়িক বহিষ্কার হওয়া ১০৮ জনের বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধবিরোধী আচরণ ও মাদকসেবন সেবনের অভিযোগ রয়েছে।

আরও কয়েকটি বিষয়ে অধিক তদন্ত ও প্রমাণ সাপেক্ষে শৃঙ্খলা কমিটির সামনের সভায় তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এমএইচ

×