
বহু নির্বাচনি প্রশ্নোত্তর
বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ
১. কোনটির সাহায্যে ধ্বনি সৃষ্টি হয়?
ক) ফুসফুস খ) ঠোঁট
গ) বাগযন্ত্র ঘ) কণ্ঠনালী
উত্তর : গ) বাগযন্ত্র
২. ধ্বনিদোতক লিখিত রূপকে কী বলে?
ক) অক্ষর খ) বর্ণ
গ) চিহ্ন ঘ) বর্ণমালা
উত্তর : খ) বর্ণ
৩. ‘ক’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?
ক) অ ধ্বনি খ) আ ধ্বনি
গ) স্বরধ্বনি ঘ) ব্যাঞ্জন ধ্বনি
উত্তর : ক) অ ধ্বনি
৪. বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে?
ক) ১১টি খ) ৩৯টি
গ) ৪৯টি ঘ) ৫০টি
উত্তর : ঘ) ৫০টি
৫. বাংলা বর্ণমালায় কয়টি মাত্রাবিহীন বর্ণ রয়েছে?
ক) ৩২ খ) ১০
গ) ৮ ঘ) ৬
উত্তর : খ) ১০
৬. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ কয়টি?
ক) ৮টি খ) ১০টি
গ) ৩২টি ঘ) ৩৯টি
উত্তর : ক) ৮টি
৭. স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যাঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে তাকে কী বলে?
ক) যুক্তবর্ণ খ) কার
গ) ফলা ঘ) রেখা
উত্তর : খ) কার
৮ বাংলা ভাষায় কোন স্বর ধ্বনির সংক্ষিপ্ত রূপ নেই।
ক) অ খ) আ
গ) উ ঘ) এ
উত্তর : ক) অ
৯. ব্যাঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রুপকে কী বলে?
ক) মাত্রা খ) কার
গ) ফলা ঘ) রেখা
উত্তর : গ) ফলা
১০. নিচের কোনগুলো উচ্চারণের স্থান অগ্রতালু
ক) ঞ, শ, য খ) ট, ঠ, ড
গ) গ, ঘ, ভ ঘ) ধ, ল, ন
উত্তর : ক) ঞ, শ, য
১১. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ন কোনগুলো?
ক) ঙ, ঞ, ম খ) প, ফ, ব
গ) শ, ষ, স ঘ) ঃ, ং, ঁ
উত্তর : ঘ) ঃ, ং, ঁ
১২. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি?
ক) এগার খ) পঁচিশ
গ) ঊনচল্লিশ ঘ) চল্লিশ
উত্তর : খ) পঁচিশ
১৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি দুটো কী কী?
ক) ই, উ খ) অ, এ
গ) আ, ও ঘ) ঐ, ঔ
উত্তর : ঘ) ঐ, ঔ
১৪. কোন ধ্বনি উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
ক) অ খ) আ
গ) এ ঘ) উ
উত্তর : খ) আ
১৫. উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
ক) ই খ) ঈ
গ) ও ঘ) এ
উত্তর : গ) ও
১৬. নিচের কোনটি অ ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ হয়েছে?
ক) অধ্যক্ষ খ) করুণ
গ) প্রচুর ঘ) কথা
উত্তর : ঘ) কথা
১৭. কোন ধ্বনির বিবৃত উচ্চারণ শুধুমাত্র শব্দের আদিতে হয়?
ক) অ খ) এ
গ) ঈ ঘ) ঐ
উত্তর : খ) এ
১৮. কোনটিতে এ ধ্বনির সংবৃত উচ্চারণ পাওয়া যায়?
ক) এখন খ) তেলাপোকা
গ) একতলা ঘ) কেহ
উত্তর : ঘ) কেহ