ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

নাসরিন হক সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা বিষয় : বাংলা (দ্বিতীয় পত্র) ভাষা ও বাংলা ভাষা

প্রকাশিত: ২২:০৬, ১১ ডিসেম্বর ২০২১

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা বিষয় : বাংলা (দ্বিতীয় পত্র) ভাষা ও বাংলা ভাষা

বহু নির্বাচনি প্রশ্নোত্তর : ১। প্রকাশভঙ্গির দিক থেকে ভাষা কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ উত্তর : ক) দুই ২। যে সব ভাষা লিখার ব্যবস্থা নেই, সেগুলোকে কি বলে? ক) ইশারা ভাষা খ) লিখিত ভাষা গ) মৌখিক ভাষা ঘ) সাংকেতিক ভাষা। উত্তর : গ) মৌখিক ভাষা ৩। অক্ষর কি? ক) বর্ণ খ) ধ্বনি গ) বাক্য ঘ) কথার টুকরো অংশ উত্তর : ঘ) কথার টুকরো অংশ ৪। ভাষার উপাদান কয়টি? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ উত্তর : গ) চার ৫। অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশকে কি বলে? ক) ইশারা ভাষা খ) ভাব বিনিময় ভাষা গ) চোখের ভাষা ঘ) বর্ণনার ভাষা উত্তর : ক) ইশারা ভাষা ৬। উপভাষার আরেক নাম কি? ক) আঞ্চলিক ভাষা খ) কথ্য ভাষা গ) প্রমিত ভাষা ঘ) ব্যক্তি ভাষা উত্তর : খ) কথ্য ভাষা ৭। সমাজের কোন বিশেষ শ্রেণীর ভাষাকে কি ভাষা বলে? ক) প্রমিত ভাষা খ) সামাজিক ভাষা গ) উপভাষা ঘ) কথ্য ভাষা উত্তর : খ) সামাজিক ভাষা ৮। বাংলাভাষা প্রকাশের দুটি প্রধান রীতি কি কি? ক) প্রমিত লেখ্য খ) কথ্য-লেখ্য গ) কথ্য-প্রমিত ঘ) লেখ্য-আঞ্চলিক উত্তর : খ) কথ্য-লেখ্য ৯। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? ক) গুরুগম্ভীর খ) কৃত্রিম গ) পরিবর্তনশীল ঘ) অবোধ্য উত্তর : ক) গুরুগম্ভীর ১০। অভিজাতের ভাষাকে কি ভাষা বলে? ক) উচ্চ শ্রেণীর ভাষা খ) অভিজাত ভাষা গ) উচ্চ ভাষা ঘ) সম্ভ্রান্ত শ্রেণীর ভাষা উত্তর : ক) উচ্চ শ্রেণীর ভাষা ১১। আঞ্চলিক ভাষার অপর নাম কি? ক) বিদেশী ভাষা খ) চলিত ভাষা গ) উপ ভাষা ঘ) সাধু ভাষা উত্তর : গ) উপ ভাষা
×