ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

নাসরিন হক সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম

অষ্টম শ্রেণির পড়ালেখা -বাংলা প্রথম পত্র ॥ প্রবন্ধ-ভাব ও কাজ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রকাশিত: ২৩:২৩, ২৫ আগস্ট ২০২১

অষ্টম শ্রেণির পড়ালেখা -বাংলা প্রথম পত্র ॥ প্রবন্ধ-ভাব ও কাজ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১। কাজী নজরুল ইসলামের মতে ভাব জিনিসটা কেমন ? ক. ফুলের সৌরভ খ. প্রকৃতির সৌরভ গ. পুষ্পবিহীন সৌরভ ঘ. বিশেষ সুগন্ধী ২। ভাবকে রূপ দেয় কে? ক. ইচ্ছা খ. কাজ গ. শক্তি ঘ. সাহস ৩। ভাব জাগিয়ে তখনই কাজ সম্পন্ন না করলে ভাবাবেগ কী হয়? ক. কর্পূরের মত উড়ে যায় খ. বাষ্পে মিলিয়ে যায়। গ. তুলার মত উড়ে যায় ঘ. মেঘে ভেসে বেড়ায়। ৪। ভাবের বাঁশি যিনি বাজাবেন তিনি কেমন হবেন? ক. ভাববাদী দার্শনিক খ. নিঃস্বার্থ ত্যাগী ঋষি গ. সু-স্বাস্থ্যের অধিকারী ঘ. ভাবের ঘরের মানুষ ৫। ভাব জাগানোর মূল উদ্দেশ্য কী? ক. মানব কল্যাণ খ. আত্মপ্রসার খ.চাকরি লাভ ঘ. পদোন্নতি ৬। মানুষের কোথায় আঘাত করা পাপ? ক. কোমল অনুভূতিতে খ. মাথায় গ. হাতে ঘ. পায়ে। ৭। ভাবের তাড়নায় বুঝে না বুঝে আমরা কী করি ? ক. আত্মার পবিত্রতা রক্ষা করি। খ. আত্মার শক্তিকে অনুভব করি। গ. আত্মার পবিত্রতা নষ্ট করি। ঘ. আত্মাবিষ্কার করি। ৮। লেখক ভাবের সুরা পান করে কী করতে নিষেধ করেছেন ? ক. স্মৃতি হারাতে খ. সম্পদ হারাতে গ. ঠিকানা হারাতে ঘ. জ্ঞান হারাতে। ৯। ভাবাবেগে কান্ডজ্ঞান হারালে কিসের পতন হয় ? ক. কাজের খ. মনুষ্যত্বের গ. ভাবের ঘ. জ্ঞানের ১০। আগে বিবেচনা না করে কাজে নামলে কী হয় ? ক. ভাব নষ্ট হয় খ. আশা ভঙ্গ হয় গ. চিন্তা নষ্ট হয় ঘ. উৎসাহ নষ্ট হয়। ১১। অন্যের প্ররোচনায় কোনটি নষ্ট করার অধিকার আমাদের নেই? ক. সম্পদ খ. আত্মার শক্তি গ. শরীর ঘ. সম্পদ ১২। কোন কাজের সফলতা অর্জনের জন্য প্রয়োজন i.সঠিক উদ্যোগ ii. যথাযথ পরিকল্পনা iii. কাজের স্পৃহা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৩। উদ্মো ষাড় বলতে কী বোঝায়? ক. শীর্ণ-ষাড় খ. বন্ধন মুক্ত ষাড় গ. বন্ধন যুক্ত ষাড় ঘ. শক্তিশালী ষাড় নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:- এক মেধাবী বেকার যুবক ইমরান আজ নিয়োগ পরীক্ষায় অংশ নিবে। বিজ্ঞপ্তি পাওয়ার পর থেকে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করেছে। গিয়ে দেখে কর্তৃপক্ষের পরীক্ষা গ্রহণের কোন উদ্যোগ নেই। ১৪। নিয়োগকারী কর্তৃপক্ষ ‘ভাব ও কাজ’ প্রবন্ধের কার প্রতিনিধিত্ব করে? ক. নিঃস্বার্থ ত্যাগী ঋষি খ. দস্তুর মত সাপুড়ে গ. ঘুম কাতর কুম্ভকর্ণ ঘ. ভাবের বংশীবাদক। ১৫। উদ্দীপক এর বিষয়টির সাথে ‘ভাব ও কাজ’ প্রবন্ধের মিলগত দিকটি হলো- i. ভাবের সাথে পরিকল্পিত কর্মশক্তির অভাব। ii. বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে অসেচেতন। iii. মহৎ কাজে শিক্ষিত যুবকদের অনুপ্রেরণা প্রদান। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৬। কাজী নজরুল ইসলামের রচনাবলি কিসের উজ্জ্বল উদাহরণ? ক. অসম্প্রদায়িক চেতনা খ. সৌন্দর্য চেতনা গ. রাজনৈতিক চেতনা ঘ. নান্দনিক চেতনা ১৭। ‘কুহেলিকা’ নজরুল ইসলামের কোন ধরণের গ্রন্থ? ক. নাটক খ. কাব্য গ. উপন্যাস ঘ. প্রবন্ধ ১৮। ভাব ও কাজ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী? ক. মহৎকাজের জন্য অনুপ্রাণিত করা। খ. ভাব সম্পর্কে ধারণা দান করা। গ. ভাবের ঘর তৈরিতে উদ্বুদ্ধ করণ। ঘ. ভাবে সজানো। ১৯। রামায়ণে বর্ণিত রাবনের ছোট ভাইয়ের নাম কী? ক. মেঘনাদ খ. লক্ষণ গ. কুম্ভকর্ণ ঘ. রাম ২০। লা-পরোয়া শব্দের অর্থ কী? ক. গ্রাহ্য করা খ. গ্রাহ্য না করা গ. পরোয়া করা ঘ. বিপাকে পড়া উত্তর ঃ ১.গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. ক ৭.গ ৮. ঘ ৯.খ ১০. ঘ ১১. খ ১২.ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. খ।

আরো পড়ুন  

×