ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ জানুয়ারি ২০২৩, ১৫ মাঘ ১৪২৯

monarchmart
monarchmart

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ১২:৩৪, ২৮ এপ্রিল ২০১৯

একাদশ শ্রেণির পড়াশোনা

১। “অনার্দ্র সাইট্রিক এসিড ক্রিস্টালের উপর শুষ্ক নীল লিটমাস স্পর্শ করালে কোন বর্ণ পরিবর্তন হয় না” কারণ- (ক) অনার্দ্র সাইট্রিক এসিড ক্রিস্টালে হাইড্রোজেন আয়ন নেই। (খ) অনার্দ্র সাইট্রিক এসিড ক্রিস্টালে হাইড্রক্সাইড আয়ন নেই। (গ) জলীয় দ্রবণে সাইট্রিক এসিড হাইড্রোজেন আয়ন দেয় না। (ঘ) জলীয় দ্রবণে সাইট্রিক এসিড আংশিক আয়নিত হয়। ২। জলীয় দ্রবণে নিচের কোনটি হাইড্রোজেন আয়ন দেয় না? (ক) ইথানয়িক এসিড (খ) সাইট্রিক এসিড (গ) সালফিউরিক এসিড (ঘ) কস্টিক সোডা ৩। ধাতুর অক্সাইডকে বা হাইড্রোঅক্সাইডকে কী বলা হয়? (ক) ক্ষারক? (খ) লবণ (গ) এসিড (ঘ) ক্ষার ৪। কোনটির জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়? (ক) সাইট্রিক এসিড (খ) ইথানয়িক এসিড (গ) কার্বনিক এসিড (ঘ) হাইড্রোজেন ক্লোরাইড/হাইড্রোক্লোরিক এসিড ৫। নীচের কোনটি এসিডের বৈশিষ্ট্য সূচক ধর্ম প্রদর্শন করে? (ক) হাইড্রাক্সাইড আয়ন (ঙঐ-) (খ) জায়মান অক্সিজেন [ঙ] (গ) জায়মান হাইড্রোজেন [ঐ] (ঘ) হাইড্রোজেন আয়ন (ঐ-) ৬। কোনটি সবল/শক্তিশালী এসিড? (ক) সাইট্রিক এসিড (খ) কার্বনিক এসিড (গ) ইথানয়িক এসিড (ঘ) হাইড্রোক্লোরাইড এসিড ৭। কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষার? (ক) কঙঐ (খ) ঈধ(ঙঐ)২ (গ) অষ(ঙঐ)৩ (ঘ) ঘঐ৪ঙঐ ৮। নাইট্রিক এসিড জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে? (ক) ঘ- (খ) ঙঐ- (গ) ঐ+ (ঘ) ঐ+ ও ঘঙ৩ ৯। কাচ পরিষ্কারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? (ক) ঈধ(ঙঐ)২ (খ) ঘধঙঐ (গ) কঙঐ (ঘ) ঘঐ৩ ১০। দেয়ালে চুনকাম করার জন্য ব্যবহৃত হয় কোনটি? (ক) ঘঐ৩ (খ) ঈধ(ঙঐ)২ (গ) ঈধঙ (ঘ) ঈধঈঙ৩ ১১। টয়লেট ক্লিনার হিসেবে কোনটি ব্যবহার করা হয়? (ক) চনঙ (খ) ঘধঙঐ (গ) ঘঐ৩ (ঘ) ঈধঙ ১২। কলিচুন কি কাজে প্রয়োজন জয়? (ক) কাচ পরিষ্কারক হিসেবে (খ) টয়লেট ক্লিনার হিসেবে (গ) পান খাওয়ার চুন হিসেবে ? (ঘ) খাদ্য পরিপাকে সহায়তার জন্য ১৩। লঘু ঘঐ৩ দ্রবণে নীল লিটমাসের বর্ণ কীরূপ হয়? (ক) বর্ণ অপরিবর্তিত? (খ) লাল (গ) বর্ণহীন (ঘ) সবুজ ১৪। ‘কস্টিক’ সোডার সংকেত কোনটি? (ক) কঙঐ (খ) ঈধ(ঙঐ)২ (গ) ঘধঙঐ (ঘ) গম(ঙঐ)২ ১৫। ঘধঙঐ কোনটিকে প্রশমিত করবে? (ক) ঘধঈষ (খ) কঙঐ (গ) ঐঘঙ৩ (ঘ) কঈষ ১৬। পানিতে দ্রবীভূত ক্ষারককে কী বলে? (ক) ক্ষার (খ) এসিড (গ) লবণ (ঘ) পানি ১৭। কোনটি পানিতে সম্পূর্ণ রূপে দ্রবীভূত হয়? (ক) কপার অক্সাইড (খ) আয়রন অক্সাইড (গ) সোডিয়াম অক্সাইড (ঘ) আয়রন হাইড্রোক্সাইড ১৮। কোনটি ক্ষার নয়? (ক) ঘধঙ (খ) ঈধ(ঙঐ)২ (গ) ঘঐ৪ঙঐ (ঘ) ঋব(ঙঐ)২ ১৯। কোনটি ক্ষারক কিন্তু ক্ষার নয়? (ক) সোডিয়াম অক্সাইড (খ) ক্যালসিয়াম অক্সাইড (গ) কপার অক্সাইড? (ঘ) পটাসিয়াম হাইড্রোক্সাইড ২০। ঈধ(ঙঐ)২ এর জলীয় দ্রবণে লিটমাস পেপার কোন ভর্ণ ধারণ করবে? (ক) সবুজ (খ) নীল (গ) হলুদ (ঘ) কমলা উত্তর:- ১। ক ২। ঘ ৩। ক ৪। ঘ ৫। ঘ ৬। গ ৭। ক ৮। ঘ ৯। ঘ ১০।খ ১১।খ ১২।গ ১৩। ক ১৪।গ ১৫। ক ১৬। ক ১৭। গ ১৮। ঘ ১৯। গ ২০। খ
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

মার্কিন অভিযানে সোমালিয়ায় আইএস নেতা নিহত
ভারতীয় বিমানবাহিনীর দুই যুদ্ধবিমান বিধ্বস্ত
বাল্যবিয়ে বন্ধ করে স্কুলছাত্রীর বাবাকে অর্থদণ্ড
টঙ্গীতে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে গভীর রাতে তাবলীগের দুগ্রুপের বৈঠক
মুখস্থ করে সৃজনশীল মানুষ হওয়া যায় না : শিক্ষামন্ত্রী
পূর্ব জেরুজালেমে উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় নিহত ৭
খাদ্যশস্যের দিক থেকে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা পরীক্ষার মেশিন চুরি
দম ফুরিয়ে গেছে, তাই বিএনপির নীরব পদযাত্রা কর্মসূচি: তথ্যমন্ত্রী
সব রেকর্ড ভেঙে দুইদিনে পাঠানের আয় ১২৭ কোটি!
বিএনপি শুধু মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে: নানক
মাশরাফির সিলেটকে ৬ উইকেটে হারাল রংপুর
মির্জা ফখরুল কি আল্লাহর ফেরেশতা, প্রশ্ন কাদেরের
বিদ্যুতের দাম প্রতি মাসেই সমন্বয়, নিরবিচ্ছিন্ন গ্যাস দেয়ার চেষ্টা
আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে, সংবিধান অনুযায়ীই নির্বাচন
পাকিস্তানে ২৫৫ রুপির বিপরীতে ১ ডলার
নেপালের আসিফ পেলেন আইসিসির পুরস্কার, কৃতিত্ব কী তার!
শীতের তীব্রতা কমায় বোরো ধান লাগাতে ব্যস্ত চুয়াডাঙ্গার কৃষকরা