
জুলাই মাসের প্রথম ৩০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৮ হাজার ৮৮৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
প্রবাসী বাংলাদেশিরা ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ পরিমাণ।
আগের অর্থবছরে (অর্থবছর-২৪) প্রাপ্ত ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় রেমিট্যান্স ২৬ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সানজানা