ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সোনার দামে ইতিহাস! প্রথমবার আউন্সপ্রতি ৩,০০০ ডলার ছুঁলো

প্রকাশিত: ১৮:৪২, ১৪ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৪৫, ১৪ মার্চ ২০২৫

সোনার দামে ইতিহাস! প্রথমবার আউন্সপ্রতি ৩,০০০ ডলার ছুঁলো

বিশ্ববাজারে প্রথমবারের মতো সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ডলারে পৌঁছেছে। শুক্রবার (১৪ মার্চ) সোনার দাম ২.৯৪ শতাংশ বেড়ে এই মাইলফলক ছুঁয়েছে।

চলতি বছরে এটি ১৩তম বার সোনার দামের সর্বোচ্চ রেকর্ড। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকির কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় সোনার দর ঊর্ধ্বমুখী হয়েছে।

বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন ও শ্যাম্পেনসহ বিভিন্ন অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এটি ইউরোপের শুল্ক নীতির প্রতিক্রিয়ায় নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাণিজ্যিক অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন, যা এর দামের দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

সূত্র: এএফপি

রাজু

×