ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঋণ করে পরিচালন ব্যয় জোগাবে রিং সাইন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ০১:১৩, ৩০ মার্চ ২০২৩; আপডেট: ১২:২৫, ৩০ মার্চ ২০২৩

ঋণ করে পরিচালন ব্যয় জোগাবে রিং সাইন

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লোকসানে ডুবেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লোকসানে ডুবেছে। লোকসান পরিমাণ এত বেশি যে, কোম্পানিটির সুষ্ঠুভাবে পরিচালন ব্যয় জোগাতে রাইট বা ব্যাংক ঋণের দিকে ঝুঁকবে বলে জানিয়েছে কোম্পানির একাধিক কর্মকর্তা।
তারা বলছেন, রিং শাইন সর্বশেষ দুই প্রান্তিক (জুলাই-ডিসেম্বর ২০২২ সাল) হিসেবে লোকসান পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ কোটি টাকা। ২য় প্রান্তিকে বা ৩ মাস (অক্টোবর-ডিসেম্বর ২০২২ সাল) হিসেবে লোকসান পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি টাকা। ৩০ জুন ২০২১ সালের অডিট হিসেবে কোম্পানির রিটার্ন আর্নিং নেই। তবে এটার নেভেটিভ ৫৭৯ কোটি টাকা। আবার কোম্পানিটিকে ৩০ জুন ২০২১ সালে হিসেবে গুণতে হচ্ছে মোটা অংকের লোনের বোঝা।

স্বল্পমেয়াদী লোন রয়েছে ২২৮ কোটি টাকা। সবমিলিয়ে বেকায়দায় পড়েছে কোম্পানিটি। এমন অবস্থায় কোম্পানির প্রতিদিনের পরিচালন ব্যয় জোগাতে ব্যাংক লোনের দিকে ঝুঁকতে হবে। নইলে কোম্পানিটির রাইট শেয়ারের মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করতে হবে।
প্রতিদিনের পরিচালন ব্যয় প্রসঙ্গে কোম্পানিটির নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানিটির এক কর্মকর্তা বলেন, ইতোমধ্যে ব্যাংকে রিং শাইনের মোটা অংকের লোন রয়েছে। এত লোনের পর নতুন করে আরও লোন পাওয়া অনিশ্চিত। এদিকে রিং শাইনের দ্বিতীয় প্রান্তিক বা শেষ তিন মাস (অক্টোবর-ডিসেম্বর ২০২২ সাল) হিসেবে লোকসান বেড়েছে ১০২ শতাংশ।

আর দুই প্রান্তিকে বা ৬ মাস (জুলাই-ডিসেম্বর ২০২২ সাল) হিসেবে লোকসান বেড়েছে ১২৩ শতাংশ। কোম্পানিটি দুই প্রান্তিকেই লোকসান পরিমাণ গুণতে হয়েছে। যদিও আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর ২০২১ সাল) লোকসান পরিমাণ কম ছিল।
রিং শাইন চলতি অর্থবছরের (২০২২-২০২৩) প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি লোকসান হয়েছে দশমিক ৭৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছিল দশমিক ৩৪ টাকা। এ হিসাবে লোকসান বেড়েছে দশমিক ৪২ টাকা বা ১২৩ শতাংশ। এই কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে দশমিক ৩৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল দশমিক শূন্য ১ টাকা।

এ হিসাবে লোকসান পরিমাণ বেড়েছে দশমিক ৩৯ টাকা বা ১০২ শতাংশ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ৩ দশমিক ২৩ টাকায়। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশে এমন তথ্য বেরিয়ে আসে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এ তথ্য জানা যায়।
 রিং শাইনের লোকসান প্রসঙ্গে রিং শাইন কোম্পানির সচিব অনিরুদ্ধ পিয়াল বলেন, গ্যাসের দাম বেড়েছে। আবার বাইরের থেকে বিদ্যুৎ এনে উৎপাদন করতে হচ্ছে। এছাড়া প্রায় ১৫ বছরের মেশিন দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এসব মেশিন চালু হতেই দুই ঘণ্টা সময় লেগে যায়। যেখানে অন্যদের মেশিন ১০ মিনিটেই চালু হয়। সব মিলিয়ে আমাদের উৎপাদন ব্যয় প্রায় ৫ গুণ বেড়ে যায়। আমাদের প্রচুর অর্ডার আছে। কিন্তু অর্থের অভাবে উৎপাদন করতে পারছি না। এই কষ্টের মধ্যেও শ্রমিকদের বেতন দিয়ে যাচ্ছি।

×