ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এফবিসিসিআইয়ে ৪ ধরনের সদস্য থাকবে

প্রকাশিত: ০৯:১২, ২৯ এপ্রিল ২০১৯

 এফবিসিসিআইয়ে ৪ ধরনের সদস্য থাকবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে চার ধরনের সদস্য রাখার বিধান করে বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন করেছে সরকার। গত ২৫ এপ্রিল এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অর্গানাইজেশন অর্ডিন্যান্স, ১৯৬১ এর সেকশন ২৩ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাণিজ্য সংগঠন বিধামাল ৯৯৪ এর সংশোধন করেছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী বিধি ৫ এর উপবিধির (৪) পরিবর্তে নিম্নরূপ উপবিধি (৪) প্রতিস্থাপিত হবে। এখন থেকে ফেডারেশনে চার প্রকার সদস্য থাকবে। যথা- চেম্বার গ্রুপ সদস্য, যাতে সকল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চেম্বার অব ইন্ডাস্ট্রি অন্তর্ভুক্ত হবে। এ্যাসোসিয়েশন গ্রুপ সদস্য, যাতে সকল এ্যাসোসিয়েশন (বাংলাদেশ ভিত্তিক) অন্তর্ভুক্ত হবে। এ্যাসোসিয়েট সদস্য, যাতে সদস্যভুক্তির শর্তসমূহ ফেডারেশনের সংঘবিধি দ্বারা নির্ধারিত হবে। এছাড়া কর্পোরেট সদস্য, যাতে সদস্যভুক্তির শর্তসমূহ ফেডারেশনের সংঘবিধি দ্বারা নির্ধারিত হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিধি ২২ এর উপবিধির (৫) পরিবর্তে নিম্নরূপ উপবিধি (৫) প্রতিস্থাপিত হবে। যথা- পরিচালক পদে নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে ফেডারেশনের বোর্ড অব ডাইরেক্টরসের ১ জন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং ৬ জন সহ-সভাপতি উক্ত বোর্ড অব ডাইরেক্টরসের পরিচালকগণ দ্বারা নির্বাচিত হবেন। এবং সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের দায়িত্ব ও কার্যপরিধি ফেডারেশনের বোর্ড অব ডাইরেক্টরস কর্তৃক নির্ধারিত হবে।
×