ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাড়তে শুরু করেছে তেলের দাম

প্রকাশিত: ০৪:১৩, ২৭ জানুয়ারি ২০১৬

বাড়তে শুরু করেছে তেলের দাম

বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৩২ ডলার ১০ সেন্ট। গেল সপ্তাহে জ্বালানি তেলের দাম কমে গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। সে সময় এ পণ্যটি ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ২৬ ডলার দরে। জ্বালানি তেলের দরপতনে এতদিন অস্থির ছিল বিশ্ব শেয়ারবাজারও। যুক্তরাষ্ট্র, জাপান, চীন এবং ইউরোপের শেয়ারবাজারে দেখা গেছে, সূচকের ভয়াবহ দরপতন। এরপরও জ্বালানি তেলের উত্তোলন আর সরবরাহ কমানোর ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। -অর্থনৈতিক রিপোর্টার ৬ বছরের কম বয়সীরাও খুলতে পারবে ব্যাংক এ্যাকাউন্ট স্কুল ব্যাংকিংয়ের আওতায় এখন থেকে ছয় বছরের কম বয়সীরাও ব্যাংক এ্যাকাউন্ট খুলতে পারবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিদ্যমান স্কুল ব্যাংকিং নীতিমালার অনুযায়ী ৬ থেকে ১৮ বছরের কম বয়স্ক শিক্ষার্থীরা ব্যাংক হিসাব খুলতে পারে। স্কুল ব্যাংকিং কার্যক্রমকে অধিকতর বিস্তৃতকরণের উদ্দেশ্যে এখন থেকে ৬ বছরের কমবয়সী শিক্ষার্থীদের নামেও স্কুল ব্যাংকিং হিসাব খোলা যাবে। প্রসঙ্গত, বিদ্যালয় পড়ুয়াদের ব্যাংক ব্যবস্থায় অভ্যস্ত করে তুলতে বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে দেশের সব ব্যাংককে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরুর নির্দেশনা দেয়। এর আওতায় যে কোন শিক্ষার্থী নিজের ছবি আর স্কুলের আইডি কার্ড দেখিয়ে মাত্র ১০০ টাকা দিয়ে নিজের নামে একটি সঞ্চয়ী হিসাব খুলতে পারে। এ কার্য়ক্রম শুরুর পর পাঁচ বছরে প্রায় ৯ লাখ এ্যাকাউন্ট খোলা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×