ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সঞ্জয় দেবনাথ

বর্বরতার বিরুদ্ধে

প্রকাশিত: ০৪:৪৪, ৪ আগস্ট ২০১৬

বর্বরতার বিরুদ্ধে

সুধার চেয়েও মধুর তোমাদের হাসি সঙ্কেত তারি সংসার ধারা চলে তোমাদের মুখের তালপাতে রচা বাঁশি বাজিছে ভুবনে ভেদি সব কোলাহলে। -কালীদাস রায় কিংবা এ-বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। -কাজী নজরুল ইসলাম নারী ও শিশুদের নিয়ে এ রকম অনেক হৃদয়গ্রাহী সাহিত্য রচিত হয়েছে। কিন্তু আমরা শঙ্কিত বর্তমান প্রত্যক্ষ করছি। মানুষরূপী পিশাচ দানবরা মানুষের সমাজকে কলুষিত করেই চলেছে। গাণিতিক হারে বাড়ছে এসব দানব, জ্যামিতিক হারে বাড়ছে তাদের দানবীয়তা। ফুলের মতো শিশুদের পৈশাচিকভাবে হত্যা করা হচ্ছে, নির্দয়ভাবে আঘাতের পর আঘাত করা হচ্ছে। শিশুর পায়ুপথে কম্প্রেসারের বাতাস ঢুকিয়ে শিশুহত্যার পৈশাচিকতাও বাংলার জমিনে সংঘটিত হয়েছে। নারীর প্রতি অবিচার, বর্বরতা তো আছেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সমাজ পচে যাওয়ার কার্যক্রম অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আর আমরা অতল নরকে তলিয়ে যাচ্ছি! নারী ও শিশুর সঙ্গে বর্বরতা বন্ধ না হলে আমরা কেউই নরকের যন্ত্রণা থেকে মুক্তি পাব না। ফটিকছড়ি, চট্টগ্রাম থেকে
×